‘কপালকুন্ডলা’-র কাপালিক থেকে ‘বৌমা একঘর’! অভিনয় জগতে আসার জন্য একসময় টিউশনি করতেন অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরী

দেবজ্যোতি রায়চৌধুরী

স্টার জলসার পর্দা থেকে মাত্র ৩ মাসেই বিদায় নিয়েছিল ‘বৌমা একঘর’। ধারাবাহিকে সুস্মিতা দে’র বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরী। একসময় ‘কপালকুন্ডলা’-র কাপালিক চরিত্রের হাত ধরেই টেলি-পাড়াতে পা রেখেছিলেন এই অভিনেতা। তান্ত্রিক হিসেবেই সকলের কাছে খ্যাতি অর্জন করেন।

দেবজ্যোতি রায়চৌধুরী

‘বৌমা একঘর’ এর আগেও ‘ফেলনা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন দেবজ্যোতি। ভিলেন হোক বা হিরো সবেতেই তিনি দুর্দান্ত। মাঝেমধ্যে শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও এমকি সিনেমায় পার্শ্ব চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে এত সাফল্যের পিছনে ছিল কঠোর পরিশ্রম।

দেবজ্যোতি রায়চৌধুরী

সবচেয়ে মজার বিষয়, কলেজে পড়ার সময় তিনি নাকি বিজ্ঞানী হতে চেয়েছিলেন। তবে যেদিন থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেন সেদিন থেকেই শুরু ঝামেলা। অভিনয় জগতে আসার জন্য রাজী ছিল না পরিবার। এমনকি তার বাবা জানিয়ে দিয়েছিলেন, “তাঁর টাকায় এসব করা চলবে না’।

দেবজ্যোতি রায়চৌধুরী

অভিনয় জগতে আসার জন্য  টিউশন পড়াতে শুরু করেন দেবজ্যোতি। সেই পয়সা দিয়েই কলকাতায় ঘুরে ঘুরে অডিশন দেন। মাঝেমধ্যে টাকা ফুরিয়ে গেলে সাহায্য করত মা। কিন্তু পাশে পাননি বাবাকে। পরিবারের বিপক্ষে গিয়েই থিয়েটার দিয়ে অভিনয় শুরু করেন। পরে কাপালিক চরিত্রের তার অভিনয় দেখে খুশি হয়েছে পরিবারের সদস্যরা। এখন পর্দায় ছেলেকে দেখে গর্ব বোধ করেন দেবজ্যোতির মা।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here