বাংলা ধারাবাহিকের জনপ্রিয় টিভি সিরিয়াল ফুলকি। এতদিন বাংলার টপার ধারাবাহিক ছিল বাংলার এই মেগা।প্রথম থেকেই একের পর এক চমক এনে দর্শকদের মনোরঞ্জন করছে ফুলকি। তবে ধারাবাহিকের নতুন প্রোমো নিয়ে রীতিমতো খিল্লি করছেন দর্শকেরা।
ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা গেল লাবু একটি রিপোর্ট নিয়ে এসে রোহিতের মাকে বলে আজ থেকে ২২ বছর আগে তোমার যে মেয়ে হারিয়ে গিয়েছিল সে আসলে ফুলকি। লাবুর মুখে এই কথা শুনে রোহিতের মা ধপ করে বসে পড়ে। তিনি বলেন একি শুনলাম ফুলকি আর রোহিত তাহলে ভাই বোন।
এদিকে বাইরে থেকে সব শুনে শিবের মন্দিরে ছুটে যায় ফুলকি। সে বলে যাকে ভাইয়ের চোখে দেখছি তাকে স্বামীর চোখে দেখতে পারবো না। তাই ত্রিশূল দিয়ে চোখ নষ্ট করে দেব। তবে ত্রিশূল নিজের চোখে গাঁথতে পারে না ফুলকি। আর তখন ফুলকি সন্দেহ করে এই রিপোর্টের পিছনে কোনো ষড়যন্ত্র আছে। ফুলকি কি পারবে সত্যি সামনে আনতে।
তবে ধারাবাহিকের এই প্রোমো নিয়ে সোস্যাল মিডিয়ায় বেশ ট্রোলড হচ্ছে। বাংলা সিরিয়ালের এরকম আজগুবি দৃশ্য দেখে হাসিতে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।