অরিন্দমকে জামিনের ব্যবস্থা করতে হবে রোহিণীকে, তাহলেই তাঁকে ঘরে ঢুকতে দেবে নোলক, ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকের দৃশ্য ঘিরে উত্তেজনা দর্শকমহলে

গোধূলি আলাপ

স্টার জলসার ‘গোধূলি আলাপ’-এ চলছে টানটান উত্তেজনা পর্ব। সাম্প্রতিক দৃশ্য ঘিরে ফ্যান পেজে দেখা যাচ্ছে চরম উত্তেজনা। এবার রোহিণীর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে নোলক। এতদিন চুপ থাকলেও এবার সে কিছুতেই মেনে নেবে না রোহিণীর মিথ্যে ষড়যন্ত্র।

যারা ‘গোধূলি আলাপ’ ধারাবাহিক নিয়মিত দেখেন তারা জানেন, নোলক ও অরিন্দমের বিয়ের দিন রোহিণী ষড়যন্ত্র করে তাদের বিয়ে আটকে দেয় এবং রোহিণীর প্রমাণ অনুযায়ী নোলক নাবালিকা, তাই অরিন্দমকে গ্রেফাতার করে পুলিশ।  রোহিণীকে উচিত শিক্ষা দেন তাঁর শাশুড়ি মা অরুন্ধতী। রোহিণীকে বাড়িতে ঢুকতে দেয় না সে। কিন্ত শ্বশুর বাড়িতে ঢোকার জন্য মরিয়া হয়ে ওঠে সে।

অন্যদিকে অরিন্দমের হয়ে কেস লড়তে চায়না কোনও উকিল। তাই এবার উকিলবাবুকে জেল থেকে জামিনের ব্যবস্থা করবে নোলক। রোহিণীকে সে জানায়, “এই বাড়ির কেউ তাঁকে বউ না মানলেও সে এই বাড়ির বড় বউ। সেক্ষেত্রে বাড়ির বড় বউ হিসাবে রোহিণীকে সে বরণ করে ঘরে আনতে পারে কিন্তু একটা শর্তে। আজই রোহিণীকে উকিলবাবুকে জামিন করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে তাহলে নোলক রোহিণীকে শ্বশুরবাড়ি ঢুকতে দেবে”। বলাই বাহুল্য, নোলকের মুখে এমন কথা শুনে বেজায় খুশি দর্শকেরা।

YouTube video player

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here