বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী মিশমী দাস। যাকে শেষবারের মতো দেখা যায় ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে রোহিণী চরিত্রে। এই চরিত্রে ভালোই জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। তবের শেষের দিকে ধারাবাহিক ছেড়ে দিয়েছিলেন হিন্দি প্রোজেক্টের কাজের জন্য।
অভিনয়ের পাশাপাশি মিশমি দাসের ব্যক্তিগত জীবন প্রায়ই চর্চায় উঠে আসে। অনেকেই জানেন মাঝে অভিনেত্রীর জীবন থেকে ঝড় বয়ে যায়। দীর্ঘদিনের প্রেমিকের সাথে ব্রেকআপ হয় মিশমি। সবকিছু সামলে আবার কাজে ফেরেন অভিনেত্রী।
তবে ফের নতুন করে প্রেম পড়েছেন মিশমি। টেলিপাড়ায় এমনি কানাঘুষো শোনা যায়। সেই গুঞ্জন এবার সত্যি হল। সত্যি চুপিসারে প্রেম করছেন মিশমি। এবার প্রেমিকের ছবি শেয়ার করলেন অভিনেত্রী।
প্রেমিকের জন্মদিনে ছবি পোস্ট করে মিশমি লেখেন, ‘গত কয়েক মাস ঝড়ের মতো কেটেছে। অপ্রত্যাশিত, কখনও কখনও অসহনীয়। আমি এমন যুদ্ধ করেছি যেখানে আমি কখনও জিতব বলে ভাবিনি। কিছু দিন শান্তিতে থাকা কেমন হয় তা প্রায় ভুলেই গিয়েছিলাম। তারপর তুমি এসে হাজির হলে শান্তি হয়ে। যে শব্দগুলোকে নরম করে তুলেছে। রাতগুলোকে উষ্ণ করে তুলেছে। বুঝিয়েছে যে, এই লড়াইগুলো আর আমার একার নয়। তোমার ভালোবাসা আমাকে এমন ভাবে সুস্থ করেছে যে আমি কখনও ভাষা প্রকাশ করতে পারব না। তোমার জন্য আমি যা আসে তার মুখোমুখি হওয়ার শক্তি খুঁজে পাই। তোমার কারণে, আমি আবার শ্বাস নিতে শিখেছি।’
অভিনেত্রী আরও লেখেন, ‘তোমার জন্মদিনে, আমি তোমার মঙ্গল কামনা করার পাশাপাশি আরও বেশি কিছু চাই। আমি চাই এই ব্রহ্মাণ্ড তোমার প্রতি সদয় হোক, তুমি আমার প্রতি যেমন সদয় ছিলে। আমি চাই তোমার মন আনন্দে ভরে উঠুক, তোমার স্বপ্নগুলো কোনও বাধা ছাড়াই পূর্ণতা পাক। তোমার দিনগুলো কোমল হোক। আমি তোমার জন্য গর্বিত। শুভ জন্মদিন, আমার ভালোবাসা। তুমি বিশৃঙ্খলার মধ্যে আমার শান্তি।’
View this post on Instagram