অভিনেতা রোহন ভট্টাচার্য, টেলি পাড়ার এক জনপ্রিয় মুখ। নিজের অভিনয় দিয়ে দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন। শুধু ছোটপর্দা নয় কাজ করেছেন বড়পর্দাতেও। ‘ভজ গোবিন্দ’,‘কলের বউ’, ‘অপরাজিতা অপু’র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের কাছ থেকে ভালোবাসা কুড়িয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি জানা যাচ্ছে, টলিউডের সীমানা ছাড়িয়ে রোহন এবার বলিউডে। তবে বলিউডে কোন মেগা বা সিরিজ নয়, একেবারে হিন্দি ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল এই খবর, তবে আচমকা কোন ছবিতে, কিভাবেই বা পেলেন এই সুযোগ?
এই প্রসঙ্গে হিন্দুস্থান টাইমস বাংলাকে রোহন জানিয়েছেন, তার চরিত্রটি আসলে ইরফান-পুত্র বাবিল খানের করার কথা ছিল কিন্তু খুব কাকতালীয় ভাবে চরিত্রটি করার সুযোগ আসে রোহনের কাছে। রোহনের কথায় জানা যায়, ছবি নির্মাতারা নভেম্বরের মধ্যে শ্যুটিং শেষ করতে চেয়েছিলেন কিন্তু সেইসময় বাবিলের (ইরফান খানের পুত্র) অন্য একটি ছবির শ্যুটিং চলছিল। তাই সে ছবিটা করতে পারবে না বলে জানিয়েছেন।
ছবিটি একজন বাঙালি বীরের আত্মজীবনীমূলক ছবি। বাকি সমস্ত চরিত্রদের বলিউড থেকেই নেওয়া হয়েছে। কিন্তু যার জীবনী নিয়ে এই ছবি তার সঙ্গে রোহনের মুখের মিল থাকায় তখন তাকে এই ছবির জন্য কাস্ট করা হয়।
ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে ফুটে উঠবে ২০২২ সালে কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হাতে নিহত এক বাঙালি জওয়ান অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের জীবনী।