ছোটপর্দা থেকে বড়পর্দায়, বহু বছর ধরেই চুটিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রিজওয়ান রব্বানি শেখ। অভিনয়ের পাশাপাশি ক্যামেরার পিছনেও পরিচালনা করেছেন স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘কালী কথা কলিকাতা’। এই ছবিতে পরিচালনা সহ নায়কের ভুমিকাতেও ছিলেন রিজওয়ান। বিপরীতে আলেকজান্দ্রা টেলর।
এবার ফের দ্বিতীয় পরিচালনা নিয়ে ফিরছেন রিজওয়ান। তবে এবার স্বল্প দৈর্ঘ্যর ছবি থেকে পূর্ণ দৈর্ঘ্যের ছবি নিয়ে এগোবেন রিজওয়ান। তবে এবারেও নিজের পরিচালনার ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন অভিনেতা নিজেই। তবে অভিনেতার বিপরীতে নায়িকা চরিত্রে কি ছোটপর্দার কাউকে দেখবেন দর্শক?
প্রশ্নের উত্তরে আজকাল ডট ইন-কে রিজওয়ান বলেন, “হ্যাঁ, হতেই পারে। আমি তো বরাবরই বলে এসেছি ছোটপর্দার মতো জনপ্রিয়তা কোথাও পাওয়া যায় না। এখন তো প্রযোজকরা একদম নতুন মুখের বদলে বরং ছোটপর্দার পরিচিত মুখদের খুঁজে নিচ্ছেন। তাই আমার ছবির নায়িকার চরিত্রে মানানসই অভিনেত্রী ছোটপর্দা থেকেও হতে পারেন। কয়েকজনের নাম মাথায় আছে যদিও। যখন ফ্লোরে যাব, সেই সময় তাঁদের ডেট দেখে তারপর বাকি কথা এগোবে।”
রিজওয়ানের কথায়, “এই ছবিতে শুধু প্রেম থাকবে না। সমাজের নানা ছবিও ফুটে উঠবে। দু’জন মানুষের জীবন এক পথে মিলতে গেলে যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ বাধা পেরোতে হয়, সেই গল্পও বলবে এই ছবি। খুব সাদামাটা, অথচ দর্শকের মনের কাছাকাছি পৌঁছনোর জন্য তৈরি হবে ছবিটি। আমার মতে সব ধরনের রুচিসম্মত দর্শকের ভাল লাগবে আমার আগামী ছবিটি।”