অভাবে লকডাউনে বিক্রি করেছেন সবজি, নিজের পরিশ্রমে আজ ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক মুখার্জী

অভিনেতা ঋত্বিক মুখার্জী

জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়”। যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা ঋত্বিক মুখার্জী। ধারাবাহিকে ঊর্মির স্বামী সত্যকির চরিত্রে অভিনয় করছেন তিনি। এই চরিত্রে অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন। আজ তার মহিলা ভক্তের সংখ্যা অগণিত। ওপার বাংলাও রয়েছে ফ্যান ফলোয়ার্স। কিন্তু একটা সময় ছিল যখন ঋত্বিককে কেউ চিনত না। অনেক পরিশ্রম করে আজ এই জায়গায় পৌঁছেছেন তিনি।

সম্প্রতি নিজের জীবনের লড়াইয়ের কথা তুলে ধরলেন ‘জোশ টকস’ নামের এক ইউটিউব চ্যানেলে। মধ্যবিত্ত পরিবারেরই ছেলে ঋত্বিক মুখার্জী। কলেজের পড়াশোনার শেষ করে ভাবেন জীবনে কি করবেন। তারপর একদিন এক বন্ধু বলে চল অভিনয় করি। আর সেখান থেকে অভিনয় করার আগ্রহ আসে। তবে অভাব সেই স্বপ্ন পূরণে কিছুটা বাধা হয়ে দাঁড়ায়।

থিয়েটার দিয়েই অভিনয় যাত্রা শুরু করেন ঋত্বিক। তবে মাঝপথে অর্থনৈতিকভাবে থিয়েটার অভিনেতা হিসাবে টিকে থাকা খুবই মুশকিল। যারা এই জগতে যুক্ত তারা জানেন কতটা চ্যালেঞ্জিং থিয়েটার চালিয়ে যাওয়াটা। তাই সেটা চালানোর জন্য পার্ট টাইম কাজ করেছিলেন অভিনেতা। কিন্তু অভাবের জন্য সেটা আর হয়ে ওঠে নি। টাকার জমানোর জন্য থিয়েটার ছেড়ে কাজে ঢোকেন। প্রায় একবছর পর ফের থিয়েটারে ফিরে আসা। এইভাবে ৫ বছর কেটে যায়। লাভের লাভ না হওয়ায় আশাই ছেড়ে দিয়েছিলেন তিনি। শেষে চাকরিতে যোগ দেন। তারপর একসময় আবারও অভিনয়ের ডাক আসে শর্ট ফিল্মের জন্য। কাজের পাশাপাশি রবিবার করে অভিনয়  শুরু করেন। ‘Once Humble Theater Group’ ইন্টারভিউ দিয়ে সুযোগ মেলে।

আড়াই বছর সোহাগ সেনের সাথে কাজ করেন অভিনেতা ঋত্বিক মুখার্জী। করোনা আসতেই লকডাউনে চিন্তার পাহাড় ভেঙে পরে। কিছুদিনের মধ্যে জমানো টাকা সব শেষ হয়ে যায়। এমনকি একটা সময় অভিনেতার কাছে ফোনের রিচার্জ করার মতো টাকা ছিল না। যার জন্য সবজি বিক্রি করতে বসেছিলেন ঋত্বিক।

লকডাউন খুলতে সবজি বিক্রিও বন্ধ হয়ে যায়। এরপরই ‘প্রথমা কাদম্বিনী’তে অভিনয়ের জন্য অফার আসে। আর ধারাবাহিক শেষ হওয়ার পর ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে ডাক আসে। মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়েও নায়ক হবেন সেটা ভাবতেই পারেননি। নিজের দক্ষতায় আজ ছোটপর্দার জনপ্রিয় হয়ে উঠেছেন।

নিজের অভিজ্ঞতা দিয়ে বাকিদের উদ্দেশ্যে অভিনেতা বলেন, “জীবনে কোনো কিছুর জন্য আশা না করে নিজের লক্ষ্য স্থির করে সংগ্রামের মধ্যে দিয়েও এগিয়ে গেলে ঠিকই স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবেন”।

সূত্রঃ bongtrend . com/amader-ei-path-jodi-na-sesh-hoy-actor-writwik-mukherjee-life-struggle-psm/

1 Comment

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here