বোস্টন থেকে গ্রাজুয়েশন পাশ করলেন ঋতুপর্ণার ছেলে, অঙ্কনের শিক্ষা প্রতিষ্ঠানে খরচ জানেন? জানলে চমকে যাবেন

 ঋতুপর্ণার ছেলে

যেখানে তারকাদের সন্তানরা সমসময় লাইম লাইটে থাকে সেখানে ব্যতিক্রম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের দুই সন্তান। মা টলিউডের এক নম্বর নায়িকা হলেও সেভাবে ক্যামেরার সামনে আসে না অভিনেত্রীর দুই সন্তান।

ঋতুপর্ণার স্বামী সঞ্জয় চক্রবর্তী কর্মসূত্রে সিঙ্গাপুরের বাসিন্দা। তাই সেই শহরেই দুই সন্তাকে বড় করে তুলেছেন ঋতুপর্ণা। এবার অভিনেত্রীর ছেলে অঙ্কন গ্রাজুয়েশন পাশ করলেন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী।

ছেলের গর্বের মুহূর্তের ছবি শেয়ার করে ঋতুপর্ণা লেখেন, , ‘শুভেচ্ছা প্রিয় অঙ্কন, বোস্টন থেকে গ্রাজুয়েশন পাশ করার জন্য’। একপাশে মেয়ে আর স্বামীকে দেখা যায়।

বিশ্বের অন্যতম নামি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনো করেছেন ঋতুপর্ণার ছেলে অঙ্কন। জানেন সেই প্রতিষ্ঠানের খরচ কত? জানলে চমকে উঠবেন আপনি।

ঋতুপর্ণার ছেলে

হিন্দুস্তান টাইমস অফ বাংলার রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর টিউশন ফি, হোস্টেল ভাড়া এবং খাবার খরচ সহ মোট খরচ প্রায় 72,814 ডলারের আশেপাশে অর্থাৎ ভারতীয় টাকার অঙ্কে দাঁড়ায় প্রায়  60 লক্ষ টাকা। স্নাতোকত্তরে সেই খরচ বেড়ে হতে পারে ৭৫-৮০ লাখের আশেপাশে।