এবার ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে এসে দাঁড়ালেন ঋতুপর্ণা সেনগুপ্ত

ঋতুপর্ণা সেনগুপ্ত

ছোট্ট শিশুর শরীরে ক্যানসারের মত মারণ রোগের জন্ম নিলে তার চলার পথ কিছুটা অমসৃন হলে বর্তমানে অগণিত শিশু এই মারণ রোগকে জয় করতে সক্ষম হয়েছে। ক্যানসারের মত মারণব্যাধিকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়েছে তারা।

তবে এই রোগের চিকিৎসা খরচসাপেক্ষ হওয়ায় বর্তমানে বহু সেচ্ছাসেবী সংস্থা, সেই সমস্ত শিশুদের পাশে এসে দাঁড়িয়েছে। তেমনই একটা সংস্থা হল ‘লাইফ বিয়ন্ড ক্যানসার’। গত কয়েক বছর ধরেই তাদের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

অভিনয়ের পাশাপাশি ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য সাহায্যের হাত বারিয়ে দিয়েছেন অভিনেত্রী। এই প্রসঙ্গে ঋতুপর্ণা বলেছেন, ‘বাচ্চাদের ক্যানসারের চিকিৎসা খরচসাপেক্ষ। শুরুতে প্রয়োজনীয় অর্থ জোগাড় করা গেলেও ধারাবাহিক ভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়। সেখানে ওদের পাশে দাঁড়িয়ে আমি কয়েক বছর ধরে আমার মতো করে চেষ্টা করছি।’

এই সংস্থা থেকে সংগৃহীত অর্থের সবটাই দান করা হয় ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসা তহবিলে। সম্প্রতি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘দ্য লাইভ অ্যাক্ট-সিজ়ন ফাইভ’। আর সেখানে অনুষ্ঠানের পাশাপাশি ক্যানসারজয়ী শিশুদের সম্মানও জানানো হবে।

বাঙালি চলচ্চিত্র জগতে বিগত দুই দশকের এক নম্বর অভিনেত্রীদের মধ্যে ঋতুপর্ণা সেনগুপ্ত অন্যতম। তিনি শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রিতেই নয় একাধিক বাংলাদেশী এবং হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় এবং প্রতিভা জয় করেছে হাজার হাজার মানুষের মন।