আজ টলিউডের রানী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের ছেলের শুভ জন্মদিন। পুত্র অঙ্কন চক্রবর্তীর জন্মদিনে আবেগপ্রবন মা। ছেলের ছোটবেলা থেকে বড় হয়ে ওঠার কিছু ছবি শেয়ার করে স্মৃতিমেদুর ঋতুপর্ণা সেনগুপ্ত।
ফেসবুকে ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, “শুভ জন্মদিন…আমার ছোট্ট ছেলেটির জন্য, যে বড় হয়ে একজন অসাধারণ যুবক হয়েছে… আমি আমার পানি নিয়ে গর্বিত…. তোমাকে ভালোবাসি সোনা….. অনেক.. ঈশ্বর তোমার মঙ্গল করুন।”
আনন্দবাজার ডট কমের সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “এই প্রথম ছেলের জন্মদিনের দিন আমার ছবি মু্ক্তি পাচ্ছে। আজ আমার দুই সন্তানের জন্মদিন। আমাদের কাছে আমাদের নতুন ছবিও সন্তান-সম।”