‘শুভ জন্মদিন মা! তোমায় আগলে জন্মদিনের কেক কেটে খাওয়ানোটাও হল না’, মায়ের জন্মবার্ষিকীতে মন খারাপ ঋতুপর্ণার

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

আজ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মায়ের জন্মবার্ষিকী। গত বছর মাকে হারিয়েছেন অভিনেত্রী। ৭৭ বছর বয়সে মারা যায় অভিনেত্রীর মা। মাতৃবিয়োগের শোক সামলে কেউই উঠতে পারেন না। ঋতুপর্ণাও মাকে হারিয়ে কান্নায় ভেঙে পরেছিলেন।

মায়ের জন্মদিন সব আছে কিন্তু মা নেই। স্বাভাবিকভাবেই মন খারাপ অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে তোলা পুরনো জন্মদিনের ছবি শেয়ার করে আবেগপ্রবণ পোস্ট লেখেন ঋতুপর্ণা।

অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন মা..💕💕এটা আমার প্রথম জন্মদিন,  যেদিন আমি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারলাম না। একটু আদর করে চুমু খেতে পারলাম না। তোমায় আগলে জন্মদিনের কেক কেটে খাওয়ানোটাও হল না। তুমি শুধু আমার নিঃশব্দে বলা জন্মদিনের শুভেচ্ছাবার্তাটা শুনতে পাচ্ছ। তুমি তো আমাকে ছুঁয়ে দেখতে পারো। ইচ্ছ হলে সান্ত্বনাও দিতে পারো। তোমার অভাব ভীষণভাবে অনুভব করি। শুভ জন্মদিন মা। তোমায় খুব ভালবাসি। তুমি যেখানেই থাকো জন্মদিনে সুস্থ থেকো, ভাল থেকো। খুব ভালভাবে জন্মদিন পালন করো। তুমি  হাসিখুশি থেকো। তুমিই দুনিয়ার সেরা মা।’

সুত্রঃ aajkaal.in