বরাবরই সামাজিক কাজের সঙ্গে নিযুক্ত থাকেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী । কখনো পথশিশুদের পাশে আবার কখনোও পশুদের অধিকার নিয়ে লড়াই করতে দেখতে পাওয়া যায়।
নিজের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। প্রায়ই তাকে বিভিন্ন সময়ে শিশুদের পাশে দেখা যায়। বাচ্চাদের খুব ভালোবাসেন ঋতাভরী চক্রবর্তী ।
ঝাড়গ্রামের একটি গ্রাম দত্তক নিয়েছেন মা ও মেয়ে। সেখানকার গ্রামের শিক্ষা এবং মানুষদের হাতের কাজ শিখিয়ে আত্মনির্ভর করে তুলছেন।
এবার ১০০ দুঃস্থ প্রবীণ নাগরিকের পাশে এসে দাঁড়ালেন ঋতাভরী। দেশজুড়ে ক্রমশ বাড়ছে করোনা ভাইরাস। তাই এক বেসরকারি হাসপাতালে ১০০ দুঃস্থ প্রবীণ নাগরিকের কোভিড টিকাদানের ব্যবস্থা করলেন অভিনেত্রী।
View this post on Instagram
বন্ধু রাহুল এবং মা শতরূপা সান্যাল পাশে না থাকলে উদ্যোগে সফল হত না। এছাড়াও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানায় সোশ্যাল মিডিয়ায়।