১১ ই সেপ্টেম্বর ৫১ তম জন্মদিন ছিল স্বর্গীয় শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের। অকালেই মারা যান লোকসঙ্গীতের সম্রাট। মাঝে তিন বছর কেটে গেছে কিন্তু বাঙালির মনে প্রানে রয়েছেন আজও।
কালিকাপ্রসাদ ভট্টাচার্যের মৃত্যুর পর তার স্ত্রী ঋতচেতা গোস্বামী পুরোপুরি ভেঙ্গে পড়েছিলেন। স্বামীর ৫১ তম জন্মদিনে আবেগপ্রবণ স্ত্রী। তিনি জানায়, “কালিকাপ্রসাদ একমাত্র উপহার তার মেয়ে আশাবরী। তাই মেয়ের মধ্যেই কালিকাপ্রসাদকে খুঁজে পাই। মেয়ের আঁকার শখ দেখে তিনি সিধান্ত নিয়েছিলেন মেয়েক আর্ট শিল্পী পড়াবেন”।
প্রত্যেক বছর কালিকাপ্রসাদ ভট্টাচার্যের জন্মদিনে উৎসবের আমেজ থাকত। যতই ব্যস্ততা থাকুক, সেই দিনটি শুধুমাত্র পরিবারে সাথে কাটাতে ভালোবাসতেন। নতুন জামা পড়ে মা-বাবাকে প্রণাম করতে ভুলতেন না। জন্মদিনে মায়ের হাতে পায়েস চাই। জন্মদিনে মেয়ের হাতে আঁকা কার্ড পেয়ে খুশিতে আপ্লুত হয়ে পড়তেন। মানুষটি চলে গেছে কিন্তু রয়ে গেছে সব স্মৃতি। আজও তার মেয়ে আশাবরী বাবার জন্মদিনে ছবি আঁকে।