দোলের দিনেই প্রেমিকের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন ঋতাভরী

ঋতাভরী চক্রবর্তী

গত বছরই সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী ও সুমিত আরোরা। এতদিন সম্পর্কের রাখঢাক না করেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের সুন্দর মুহূর্ত ভাগ করে নিয়েছেন সকলের সাথে। দোলের দিনেও একসঙ্গে আনন্দে কাটাতে দেখা গেল ঋতাভরী-সুমিতকে।

সম্প্রতি দোল উৎসব উদযাপনের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঋতাভরী দিলেন আরও এক চমক। ছবিতে দেখা গেল, নানা রঙে রঙিন হয়ে সুমিতের সঙ্গে ভিন্ন পোজে ধরা দিলেন অভিনেত্রী।

তবে ক্যাপশনে সুমিতের পদবীর সঙ্গে নিজের পদবী জুড়ে নিলেন ঋতাভরী। সুমিতের সঙ্গে নিজের পদবী জুড়ে কিসের ইঙ্গিত দিতে চাইলেন অভিনেত্রী? ঋতাভরী ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি হোলি ফ্রম আরোরা অ্যান্ড কোম্পানি অ্যান্ড চক্রবর্তী প্রাইভেট লিমিটেড।’

পোস্ট শেয়ার হতেই অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। আগামীতে কবে চার হাত এক হবে এই জুটির তা নিয়ে কিন্তু এখন থেকেই নেটিজেনদের উত্তেজনা তুঙ্গে।