বাঙালির জয়জয়কার! এবার অস্কারের দৌড়ে ঋতাভরী চক্রবর্তীর সিনেমা

ঋতাভরী চক্রবর্তী

অস্কারের দৌড়ে ফের বাঙালির যোগসূত্র। ঋতাভরী চক্রবর্তী সিনেমা এবার অস্কারের দৌড়ে। ঋতাভরী অভিনীত সিনেমা পাপা বুকা এবার অস্কারের নমিনেশনে জায়গা পেল।

প্রশান্ত মহাসাগরের বুকে ছোট্ট দেশ পাপুয়া নিউগিনি। সেই দেশের সিনেমা এবার প্রথম অস্কারের মঞ্চে। অবশ্যই তার নেপথ্য রয়েছে এক বাঙালি অভিনেত্রী। তিনি হলেন সিনেমার মূল আকর্ষণ।

এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতাভরী। তার এই কাজ যে এত বড় সাফল্য পাবে সেটা কল্পনা করতে পারেনি অভিনেত্রী। নিজেই সেই সুখবর শেয়ার করে জনান, ‘আমাদের সিনেমা ‘পাপা বুকা’ নিউগিনি থেকে অস্কারের নমিনেশনে যাচ্ছে। দুই দেশের সম্পর্ককে নিয়ে তৈরি হওয়া, এই সিনেমার পরিচালক বিজুকুমার দামোদরন। ভারত এবং নিউগিনির মধ্যের সম্পর্ককে তুলে ধরা হয়েছে এই ছবিতে। স্বাধীনতার ৫০ তম বছরে দাঁড়িয়ে পাপুয়া নিউগিনি এই প্রথমবার অস্কারের জন্য পাঠাচ্ছে তাদের সিনেমাকে। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ৮৫ বছর বয়সি আদিবাসী নেতা সাইন বোবোরো, ঋতাভরী চক্রবর্তী এবং প্রকাশ বেরে।’

অভিনেত্রী আরও লেখেন, সহ-অভিনেতাদের মধ্যে রয়েছেন জন সাইক, বারবারা আনাতু, জ্যাকব ওবুরি, স্যান্ড্রা ডাউমা এবং ম্যাক্স মাসো পিপিসি। রয়েছেন তিনবারের গ্র্যামি বিজয়ী রিকি কেজ, চিত্রগ্রাহক ইয়েধু রাধাকৃষ্ণণ এবং সহ-চিত্রনাট্যকার ড্যানিয়েল জোনারধাগট। ছবিতে পিসিন, মালায়ালি বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষার ব্যবহার করা হয়েছে।