ছোট ইয়ালিনিকে উপহার পাঠালেন ঋতাভরী চক্রবর্তী

ইয়ালিনি

ছোট ইয়ালিনি উপহার পেল মাসি ঋতাভরীর থেকে। সোশ্যাল মিডিয়ায় তা তুলে ধরলেন মাম্মা শুভশ্রী গাঙ্গুলি। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করলেন অভিনেত্রী।

ছবি শেয়ার করে শুভশ্রী লেখেন, ‘ওর সবকিছু পছন্দ হয়েছে…@ঋতাভরী চক্রবর্তী’। যদিও ঋতাভরি ইয়ালিনিকে কি গিফট দিয়েছে তা স্পষ্টভাবে ছবিতে দেখা যায়নি। তবে একটি ছোট বাক্স নিয়ে ইয়ালিনি খেলছে।

প্রসঙ্গত, গত শনিবার ক্যালেন্ডার লঞ্চে হাজির ছিল শুভশ্রী আর ঋতাভরী। সেই ছবি শেয়ার করে ঋতাভরী লেখেন, ‘ইউভান-ইয়ালিনির মা আর আমার মা। দারুণ ফ্রেম। দুই অসাধারণ মহিলা যাকে আমি ভালোবাসি’।

ইয়ালিনি