‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের পরে এরকম শো আর ক’টা হয়েছে?, ছোটপর্দার ফেরার প্রসঙ্গে মুখ খুললেন ঋতাভরী চক্রবর্তী

ওগো বধূ সুন্দরী

টলিউডের একজন দাপুটে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। বলিউডেও কাজ করেছেন এবং পরিচিতি পেয়েছেন। তবে অভিনেত্রী শুরুটা হয়েছিল ছোটপর্দার হাত ধরে। স্টার ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিক, যা বাংলা ধারাবাহিকের ইতিহাসের পাতায় মাইলস্টোন রচনা করেছে।

‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেই রাতারাতি খ্যাতি পেয়েছিলেন ঋতাভরী। মা হারা, বদমেজাজি চরিত্রে অভিনয় করে জিতেছিলেন দর্শকের মন। যা আজও ভুলতে পারেননি দর্শক।

এরপর ‘চোখের তারা তুই’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় শুরু করলেও কয়েকটি এপিসোডের পর ধারাবাহিক ছেড়ে দেন এবং তার জায়গায় আসেন অভিনেত্রী ইপ্সিতা মুখার্জি। এরপর আর ঋতভরীকে দেখা যায়নি ছোটপর্দায়।

তবে তার অনুরাগীদের বরাবর কৌতূহল কখনো কি আর বাংলা সিরিয়ালের ফিরবেন ছোটপর্দার ললিতা? অবশেষে সেই নিয়েই প্রথমবার সাক্ষাৎকারে মুখোমুখি হলেন।

অন্য সময় প্রাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে ছোটপর্দায় ফেরার প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘আই ডোন্ট থিঙ্ক সো। ওগো বধূ সুন্দরীর পরে ও রকম শো আর ক’টা হয়েছে? হলেও হাতে গোনা। মানুষের মন জয় করার মতো শো হতে আমি তো এখন দেখি না। কখনও হলে ভেবে দেখব। আর টেলিভিশনের কাজে অনেকটা সময় দিতে হয়, তাতে ছবি করা মুশকিল হয়ে যায়। আমার ফিল্ম কেরিয়ার রয়েছে, পাশাপাশি নিজের একাধিক হবি রয়েছে। সব সামলে ছোট পর্দার কাজ ব্যালান্স করতে পারব বলে মনে হয় না।’