স্টার জলসার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘তেঁতুল পাতা’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী ঋতব্রতা দে। শুরু থেকে মিশ্র ফলাফল পাচ্ছে এই ধারাবাহিক।
সদ্য ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসেছে। প্রোমোতে দেখা যায়, ঝিল্লি আর ঋষি সকলে মিলে ক্রিসমাস সেলিব্রেট করছে। আর তার মাঝেই হাজির হয় ঋষির প্রাক্তন প্রেমিকা ঝোরা। ফের আবার ঝিল্লির জীবনে নতুন বিপদ আগমন।
ধারাবাহিকে ঝোরা চরিত্রে এন্ট্রি নিলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। যিনি এর আগে ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকে রোহিণী চরিত্রে অভিনয় করেছেন।