অভিনেতা ঋষি কৌশিক, বাংলা ধারাবাহিকে তার ক্রেজ, আলাদা করে বলার অপেক্ষা রাখে না ৷ ‘এখানে আকাশ নীল’, ‘ইষ্টি কুটুম’, ‘কুসুম দোলা’র মতো একের পর এক হিট ধারাবাহিকের রোম্যান্টিক নায়ক ঋষি। দর্শকের মাঝে কখনো তিনি ‘ইষ্টি কুটুম’ এর অর্চি তো আবার কখনো ডাক্তার উজান। তার অভিনীত প্রত্যেকটি চরিত্রে পর্দায় ব্যাপক হিট।
ছোটপর্দা- বড়পর্দার পর বর্তমানে ভিলেন ইমেজে হিন্দি সিরিয়াল ‘ঝনক’ তার নতুন সফর। যেখানে তাকে দেখা গেছে রাজনৈতিক ব্যক্তিত্ব তেজেশের চরিত্রে। ছোটপর্দায় কাজ করলেও বড়পর্দায় কখনও সুযোগ পাননি ঋষি। কিন্তু কেন? নায়ক সুলভ চেহারা সত্ত্বেও কাজ জোটেনি বড়পর্দায়, ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য রাখলেন ঋষি কৌশিক।
বর্তমানে বলিউড হোক কিংবা টলিউড রাজনীতির প্রভাব সর্বত্র। এমনকি টলিপাড়ার বেশিরভাগ তারকারাই কোন না কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। তবে নাকি টলিপাড়ায় একাধিক তারকরা দাবি করেছেন রাজনীতির কারণেই রুজীরুটি বন্ধ হয়েছে তাদের।
সম্প্রতি এই প্রসঙ্গে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে ঋষি কৌশিক জানিয়েছেন, ‘হ্যাঁ আমিও রাজনীতির শিকার হয়েছি।’ অভিনেতার মতে, সে যেই রাজনৈতিক দলকে পছন্দ করেন তা নিয়ে তার কোন আক্ষেপ নেই বরং ঋষি মনে করেন অভিনয় জগতে সে যেই জায়গাটা পেতে পারত তা সে পায়নি। অভিনেতার এমন মন্তব্যে আলোড়ন ফেলেছে তার অনুরাগীদের মনে। তবে কি রাজনীতি করাটা অভিনয় জগতে এতটাই গুরুত্বপুর্ণ হয়ে উঠেছে?