এবার থ্রিলার ধর্মী বাংলা মেগা ধারাবাহিকের নায়ক হয়ে ফিরছেন ঋষি কৌশিক, বিপরীতে স্টার জলসার জনপ্রিয় নায়িকা

ঋষি কৌশিক

বাংলা টেলিভিশন চ্যানেলগুলোতে আসছে একগুচ্ছ নতুন ধারাবাহি। জি-বাংলা বিপুল পরিমাণ জনপ্রিয়তা পাওয়ার পর এবার তাদের দুটি নতুন চ্যানেল আনতে চলেছেন জি বাংলা সোনার এবং জি পাওয়ার। এই দুটি চ্যানেল মূলত হাইব্রিড।

এই দুই চ্যানেলে একাধিক মেগা ধারাবাহিক এবং রিয়্যালিটি শো আসতে চলেছে। ইতিমধ্যে কিছু মেগার প্রোমো সামনে এসেছে। আর এই চ্যানেলেই ফিরছেন অভিনেতা ঋষি কৌশিক। যিনি এর আগে এখানে আকাশ নীল, ইষ্টিকুটুম, কুসুম দোলার মতো একাধিক জনপ্রিয় মেগা ধারাবাহিকে কাজ করেছেন। মাঝে হিন্দি সিরিয়ালে কাজ করেছিলেন কৌশিক।

জি-এর এই নতুন চ্যানেলে এবার আসছে একটি থ্রিলার ধর্মী মেগা। নাম ‘স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম (SIT) – বেঙ্গল’। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে থাকবেন ঋষি। চরিত্রের নাম ইন্দ্রজিৎ বসাক।

ঋষি কৌশিক

অভিনেতার বিপরীতে নায়িকা হিসাবে দেখা মিলবে অভিনেত্রী রুকমা রায়ের। যিনি লালকুঠি, দেশের মাটি, কিরনমালা র মতো একাধিক জনপ্রিয় মেগা ধারাবাহিকে কাজ করেছেন। প্রধান মহিলা তদন্তকারী অফিসারের চরিত্রে দেখা যাবে তাঁকে।