অবশেষে প্রিয়দর্শিনীকে খুঁজে পেল ঋষি, ‘মন ফাগুন’ এর নতুন প্রোমো ঘিরে খুশি ভক্তরা

মন ফাগুন

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শন ব্যানার্জি এবং অভিনেত্রী সৃজলা গুহ। ইদানীং টিআরপির দ্বিতীয় স্থানে ঘোরাফেরা করছে এই ধারাবাহিক। ঋষি ও পিহুর রসায়ন শুরু থেকেই ভালো জনপ্রিয়তা পাচ্ছে।

যারা নিয়মিত ‘মন ফাগুন’ ধারাবাহিকের দর্শক, তারা জানেন পিহুই হল ঋষিরাজের হারিয়ে যাওয়া ছোটবেলার প্রেম প্রিয়দর্শিনী। কিন্তু বিয়ের পর নানা ঘটনায় অজান্তেই একে অপরের প্রতি দুর্বল হতে শুরু করে ঋষি পিহু। যদিও এতদিন পিহু জানত ঋষিই তার টুবাই দা। তবে এবার পিহুই নয় ঋষিরাজ খুঁজে পেল পিহুর আসল পরিচয়।

সম্প্রতি স্টার জলসার অফিশিয়াল পেজে ধারাবাহিকের নতুন প্রোমো সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, হোলির দিন পিহুকে কাছে টেনে আবির মাখিয়ে দেয় ঋষি। ঋষি পিহুকে জানায়, “এই রঙ টুবাই দা তার প্রিয়দর্শিনীকে মাখিয়ে দিয়েছে। টুবাই দা তার প্রিয়দর্শিনীকে চিনে নিয়েছে”। ধারাবাহিকের এই প্রোমো দেখে বেজায় খুশি ‘মন ফাগুন’ এর অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

1 Comment

  1. Sean Banerjee “Mon Phagun” Darun Abhinoykorecgen aar Indian Film Industry’s Great Actress Supriya (Devi) Choudhury’s Nati.

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here