ময়নার জীবনে নতুন নায়ক হয়ে এন্ট্রি নিচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা

পুবের ময়না

জি-বাংলার একটি অন্যতম জনপ্রিয় মেগা ধারাবাহিক হল ‘পুবের ময়না’। যার নাম ভূমিকায় রয়েছে ঐশানী দে এবং অভিনেতা গৌরব রায় চৌধুরী। এই ধারাবাহিক খুব অল্প সময়ের মধ্যে দর্শকের মন জয় করে নিয়েছে।

টিআরপি না থাকায় প্রথমে এই ধারাবাহিকের শুটিং বন্ধ করে দেওয়া হয় কিন্তু দর্শকের অনুরোধে বন্ধ হয়েও আবার শুটিং চালু হয়। রোদ্দুর আর ময়না’র জুটি খুব অল্পে সময়ের মধ্যে পর্দায় মিশ্র সাফল্য পেয়েছে।

তবে এবার ময়নার জীবনে আসছে নতুন নায়ক। আর নায়কের চরিত্রে এন্ট্রি নিচ্ছে নিম ফুলের মধুর পিকলু ওরফে অভিনেতা ঋষভ চক্রবর্তী।

অভিনেতা ঋষভ চক্রবর্তী

ময়নার কলেজের একজন সিনিয়র হিসাবে এন্ট্রি নেবেন ঋষভ, যিনি চিকিৎসক হিসেবে ইন্টার্নশিপ করছেন। নেগেটিভ চরিত্রে নয়, পজেটিভ চরিত্রেই দেখা যাবে তাকে।