ওটিটি পর্দায় বড় নাম অভিনেতা ঋষভ বসু। হইচই প্ল্যাটফর্মে ‘শ্রীকান্ত’,‘মহাভারত মার্ডার্স’-এ দেখা গিয়েছে তাকে। এছাড়াও বাংলা ছবি ‘ভটভটি’তে অভিনয় করেছেন এই অভিনেতা। শুধু ওয়েব সিরিজ-বড়পর্দাতেই নয়, বরং ছোটপর্দায়ও জনপ্রিয় তিনি।
‘খড়কুটো’ ধারাবাহিকে আদিল চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পায় ঋষভ। এবার আরও একবার নতু প্রোজেক্টে ফিরছেন অভিনেতা। তবে ছোটপর্দায় নয়, বড়পর্দায় পরিচালক অভিজিৎ চৌধুরীর ‘ধ্রুবর আশ্চর্য জীবন’ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ঋষভ বসু।
চিত্রশিল্পী ‘ধ্রুব’র জীবনে ঘটে চলা কিছু ঘটনাকে কেন্দ্র করে এই গল্প তৈরি। ছবিতে জীবনের চারটি অধ্যায়ের গল্প বলা হয়েছে। আর এই চারটে অধ্যায়ে যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, বিকাশ ভট্টাচার্য , বিনোদ বিহারী মুখার্জ্জির মতো চারজন কিংবদন্তি বাঙালি শিল্পীকে সম্মান জানানো হয়েছে।
ছবি প্রসঙ্গে আজকাল ডট ইন-কে ঋষভ বসু বলেন, “ছবিটি আমার খুব কাছের। এমন একটা গল্প যা দর্শকের কাছে পৌঁছে যাওয়া খুব জরুরি। এনএবিসি-তে ছবিটি তিনটি বিভাগে সেরার সেরা পুরস্কার পেয়েছে। সেরা ছবি, সেরা চিত্রনাট্য ও সেরা অভিনেতার পুরস্কার আমি পেয়েছি।”
আগামী ২৮ ফেব্রুয়ারি ফোর্থ ফ্লোর এন্টারটেনমেন্ট ও কনসেপ্ট কিউবের ব্যানারে ছবিটি মুক্তির পরিকল্পনায় রয়েছে।