লাজু-অনুভবের সঙ্গে একফ্রেমে শ্রীময়ীর বউমা অঙ্কিতা! ফের ধারাবাহিকে ফিরছেন দেবলীনা?

দেবলীনা মুখোপাধ্যায়

মধ্যবয়স্কা নায়িকার গল্পও যে টিআরপি তালিকায় শোরগোল ফেলতে পারে তা দেখিয়ে দিয়েছিল ইন্দ্রাণী হালদার অভিনীত ‘শ্রীময়ী’ ধারাবাহিক। এই সিরিয়ালের অন্যতম জনপ্রিয় চরিত্র ছিল অঙ্কিতা। যে ভূমিকায় অভিনয় করতে দেবলীনা মুখোপাধ্যায়। জাম্বোর ডাক্তার স্ত্রীর চরিত্রে দেবলীনার অভিনয় ছিল অত্যন্ত বাস্তববাদী।

শ্রীময়ী শেষ হওয়ার পর আর পর্দায় দেখা যায়নি দেবলীনাকে। ক্যামেরা থেকে একেবারেই দূরে ছিলেন তিনি। এখন কি করছেন অভিনেত্রী, কবে বাংলা সিরিয়েলে ফিরবেন? অবশেষে দেখা মিলল অভিনেত্রীর।

সম্প্রতি কনে দেখা আলো-র জন্য টেলি সম্মান অ্যাওয়ার্ড পেয়েই সাইনা ও সোমরাজ পৌঁছেছিল লেখিকা-প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। আর সেখানেই কেক কেটে দেবলীনার ঘরোয়া জন্মদিনের সেলিব্রেশন।সাইনার পোস্ট করা ভিডিওতে ফুটে এল সেই ছবি। অভিনেত্রীর মুখে আগের মতই হাসি। একদম আগের মতোই দেখতে তাকে।

অনেকের মনেই প্রশ্ন উঠেছে লীনাদির বাড়িতে দেবলীনা কী করেছে? আসলে অনেকেই হয়ত জানেন না বাস্তবজীবনে লীনা গঙ্গোপাধ্যায়ের আদর্শ বউমা দেবলীনা।

এর আগে ‘জিওন কাঠি’, ‘ফাগুন বউ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা যায় অঙ্কিতাকে। এরপর তার উপর প্রযোজনা সংস্থার যাবতীয় কার্যকলাপ দেখভালের দায়িত্ব পরতেই দু-দিকে সামলানো সহজ ছিল না। আর সেই কারনেই অভিনয় থেকে দূরে সরে আসেন দেবলীনা।

Previous articleছোটোদের জন্য সহজ ভাষায় গরুর রচনা ( Cow Essay )
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।