ফের নতুন প্রোজেক্টে ‘রিমলি’ খ্যাত অভিনেতা জন ভট্টাচার্য

অভিনেতা জন ভট্টাচার্য

ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেতা জন ভট্টাচার্য। যাকে এই মুহূর্তে আপনারা ‘মিঠাই’ ধারাবাহিকে ওমি আগওয়ালের চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছেন। মিঠাই ধারাবাহিকে অভিনয় করে যেমন জনপ্রিয়তা পেয়েছেন ঠিক তেমন ‘রিমলি’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন প্রশংসা। রিমলি ধারাবাহিক শেষ হলেও ইধিকা পাল এবং জন ভট্টাচার্য জুটি এখনও সেরা। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিক দিয়ে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন এই অভিনেতা। সেখান থেকেই দর্শকমহলে পরিচিতি পান।

ধারাবাহিকের পাশাপাশি দেবের ‘গোলন্দাজ’ সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা জন ভট্টাচার্য। এছাড়াও ছোটপর্দার অভিনেত্রী ঐন্দ্রিলা বোসের সঙ্গে ওটিটি প্রোজেক্টে কাজ করেছেন। তবে শোনা যাচ্ছে, আরও একটি নতুন প্রোজেক্টে সুযোগ পেয়েছেন জন।

খুব শীঘ্রই একটি নতুন মিউজিক ভিডিওতে দেখা যাবে জন ভট্টাচার্যকে। নয়জন জনপ্রিয় গায়ক-সংগীত ব্যক্তিত্ব এই প্রকল্পের সঙ্গে যুক্ত। সাহানা বাজপেয়ী, জিৎ গাঙ্গুলী, ইমন চক্রবর্তী, সোমলতা আচার্য, রুপঙ্কর বাগচী, লোপামুদ্রা মিত্র, জয় সরকার, এবং রূপম ইসলাম। এছাড়াও স্বস্তিকা দত্ত এবং ফলক রশিদ রায়কেও দেখা যাবে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here