অভিনেত্রী মৌমিতা গুপ্তের মেয়ে রিমঝিম গুপ্ত টেলিভিশন জগতের চেনা মুখ। সিরিয়াল থেকে সিনেমা সব মাধ্যমেই কাজ করেছেন রিমঝিম। মায়ের মত অভিনয়ে তুখোর হলেও হাতে কাজ নেই অভিনেত্রীর। একসময় তাপস পাল, প্রসেনজিত, অভিষেক চ্যাটার্জি, মিঠুন চক্রবর্তীর মত বড় বড় তারকাদের কাজ করা অভিনেত্রীর কেরিয়ারে বড় প্রাপ্তি।
কিন্তু আচমকাই সবটা থমকে যায় অভিনেত্রীর জীবনে। ঠিক এমন ঘটেছিল অভিনেত্রীর জীবনে যে অভিনয় জগত থেকে বিরতি নিতে হল তাকে। এক সাক্ষাৎকারে রিমঝিম জানিয়েছেন,
২০১৩ সাল পর্যন্ত চুটিয়ে কাজ করলেও মুম্বইয়ে এক ছবির ডাবিংয়ের কাজে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রিমঝিম। চিকিৎসায় ধরা পড়ে ওভারিতে সিস্ট ডাক্তার বলে দুদিনের মধ্যে অপারেশন করাতে হবে।
অপারেশনের পর টানা এক বছর বিশ্রামে ছিলেন রিমঝিম। স্বাভাবিকভাবেই সেই বিরতি তার কেরিয়ারে বড় ফাঁক তৈরি করে। এরপর ২০১৫ সালে রিমঝিম বিয়ে করেন, পরিবারকে সময় দিতে আরও কিছুটা সময় অভিনয় থেকে বিরতি নেন তিনি।
অপারেশন ও বিয়ের পর ওজনও বেড়ে যায় রিমঝিমের। এরপর আবারও এক জটিল রোগে আক্রান্ত হন রিমঝিম। স্বাস্থ্য জনিত কারণেই অভিনেত্রী লাইমলাইট থেকে দূরে ছিলেন। তবে অভিনয়ের সংরে পুরোপুরি যোগাযোগ ছিন্ন হয়নি।
ছোটপর্দায় রইলো ফেরার নিমন্ত্রণ, জিয়নকাঠি, সুন্দরী, উমা, আলোর ঠিকানা সিরিয়ালে অভিনেত্রীকে দেখা গিয়েছে। আগের মত হাতে তেমন কাজ না থাকলেও অভিনয়ই রিমঝিমের প্রথম ভালবাসা। সময়ের সঙ্গে নিজেকে তৈরি করার চেস্টা চালিয়ে যাচ্ছেন। সুযোগ পেলে নিশ্চই আবারও দর্শকের সামনে ফিরবেন।

