সিরিয়াল থেকে বাদ পড়ল ‘ঋ’, পরিবর্তে আসছে এই জনপ্রিয় অভিনেত্রী

অভিনেত্রী রিমঝিম মিত্র

ঠাকুরপুকুর দুর্ঘটনা কাণ্ডে ‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিক থেকে বাদ পড়েছেন স্যান্ডি সাহা, ঋ এবং পরিচালক। অভিযুক্ত পরিচালক ভিক্টোর দে’র জায়গা এলেন রূপক দে ৷

শোনা যাচ্ছে ‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিক ঋ এর জায়গা দেখা মিলবে ছোটপর্দার এক জনপ্রিয় অভিনেত্রীর। কে তিনি? তিনি হলেন অভিনেত্রী রিমঝিম মিত্র।

বহুদিন পর বাংলা ধারাবাহিকে ফিরছেন রিমঝিম। তাকে শেষবারের মতো ছোটপর্দায় দেখা গিয়েছিল স্টার জলসার ‘তোমাদের রানী’ ধারাবাহিকে। এরপর আর তাকে বাংলা সিরিয়ালে দেখা যায়নি।

অভিনেত্রী রিমঝিম মিত্র

ইটিভি ভারতের সাক্ষাৎকারে রিমঝিম জানিয়েছেন, ‘”হ্যাঁ চরিত্রটা আমিই করব। আজ পরিচালক রূপক দা’র সঙ্গে মিটিং আছে আমার। তখনই বাকি কথাবার্তা হবে। ঋ’কে নিয়ে আমার কিছু বলার নেই। কাজ চলে যাওয়া তো ভালো খবর নয়। তা সে যেভাবেই হোক। দুর্ভাগ্যজনকভাবে হোক বা সৌভাগ্যক্রমে ঋ’র চরিত্রটা আমি করব। বাকি সব কাজের মতো এটাও আমার কাছে গুরুত্বপূর্ণ।’