রুবেলকে ছাড়াই রিইউনিয়ন পর্ণা-কৃষ্ণা-অখিলেশদের, ফের একসঙ্গে নিম ফুলের মধু’র টিম

নিম ফুলের মধু

নিম ফুলের মধু পর্দা থেকে বিদায় নিয়েছে বেশকিছুদিন হল। একসময় টিআরপির বেঙ্গল টপার ছিল এই মেগা। অল্প সময়ের মধ্যে পর্ণা আর সৃজনের জুটি দর্শকের মন জয় করে নেয়।

প্রায় এক মাস হয়ে গেলে পর্দায় নিম ফুলের মধু গোটা টিমকে মিস করছেন অনুরাগীরা। দর্শকের মতো এই মেগার কলাকুশলীরাও তাদের ভীষণ মিস করেন।

সিরিয়াল বন্ধ হয়ে গেলেও তাদের মধ্যে বন্ডিং এখনো কমেনি। তাই তো আবার ছোট করে রিইউনিয়ন সেলিব্রেট করল গোটা টিম। কেক কেটে  আড্ডা দিয়ে দিনটি কাটালেন তারা। যদিও রুবেল উপস্থিত ছিলেন না। কারণ তিনি ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত । তবে রুবেল ছাড়া এই রিইউনিয়নে উপস্থিত ছিলেন পর্ণা, কৃষ্ণা ড় ভাসুর তথা তনুশ্রী, অরিজিতা, অর্ঘ্য, অখিলেশরা।

 

View this post on Instagram

 

A post shared by TG (@tanusreegoswami)

পল্লবী শর্মা সেই ছবি পোস্ট করে লেখেন ‘দত্তবাড়ির রিইউনিয়ন’।

 

View this post on Instagram

 

A post shared by pallobi sharma (@thepallobisharma)

Previous articleবিয়ের দুই বছরের মাথায় শ্রুতির ঘরে নতুন সদস্য
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।