নিম ফুলের মধু পর্দা থেকে বিদায় নিয়েছে বেশকিছুদিন হল। একসময় টিআরপির বেঙ্গল টপার ছিল এই মেগা। অল্প সময়ের মধ্যে পর্ণা আর সৃজনের জুটি দর্শকের মন জয় করে নেয়।
প্রায় এক মাস হয়ে গেলে পর্দায় নিম ফুলের মধু গোটা টিমকে মিস করছেন অনুরাগীরা। দর্শকের মতো এই মেগার কলাকুশলীরাও তাদের ভীষণ মিস করেন।
সিরিয়াল বন্ধ হয়ে গেলেও তাদের মধ্যে বন্ডিং এখনো কমেনি। তাই তো আবার ছোট করে রিইউনিয়ন সেলিব্রেট করল গোটা টিম। কেক কেটে আড্ডা দিয়ে দিনটি কাটালেন তারা। যদিও রুবেল উপস্থিত ছিলেন না। কারণ তিনি ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত । তবে রুবেল ছাড়া এই রিইউনিয়নে উপস্থিত ছিলেন পর্ণা, কৃষ্ণা ড় ভাসুর তথা তনুশ্রী, অরিজিতা, অর্ঘ্য, অখিলেশরা।
View this post on Instagram
পল্লবী শর্মা সেই ছবি পোস্ট করে লেখেন ‘দত্তবাড়ির রিইউনিয়ন’।
View this post on Instagram