সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি ফুড ব্লগিং, যা দেখে রীতিমতো ছিঃ ছিঃ রব পড়েছে নেটিজেনদের। ভিডিওতে মুহূর্তের মধ্যে এখন ইনস্টা, ফেসবুকে ছড়িয়ে পড়েছে। টাকা রোজগারের জন্য মানুষ আজকাল অসংবেদনশীল হয়ে পড়ছে তা সত্যিই ভাবা দায়।
ইউটিউবের টাকা রোজগারের জন্য ভিডিও বানিয়ে থাকেন মানুষ আনন্দে। কেউ লাইফস্টাইল, কেউ আবার রেসিপি আবার কেউ ফুড ব্লগিং করে থাকে। কিন্তু নিজের বাবার শ্রাদ্ধের দিন কেউ ফুড ব্লগিং করছে এমন দৃশ্য সত্যিই বিরল। তেমনি এক দৃশ্য ফুটে উঠল। যা দেখে তীব্র সমালোচনা করছেন মানুষ।
প্রিয়জনের বিয়োগে মানুষ যেখানে শোকে পাথর হয়ে থাকেন সেখানে এক তরুণী ভিডিও বানাচ্ছে তাও আবার খুশি মনে। এই তরুণীর নাম রুহি রায়। এই নামের এক ইউটিউব চ্যানেল থেকেই ভিডিওটি আপলোড করা হয়েছে।
ভিডিও তরুণীকে বলতে শোনা যায়, বাবার শ্রাদ্ধ তাই সে সেদিন থেকে নুন-তেল দেওয়া খাবার খেতে পারবে। এমনকি এদিন তাঁর বাবার শ্রাদ্ধে কি কি রান্না হয়েছে তাও শেয়ার করেছেন। সে ড্রাইফ্রুট আর ওটমিল খায়। কিন্তু আজ বাইরে থেকে খাবার কিনে আনে। এরপর তাকে বলতে শোনা যায়, দুপুরে তার বন্ধুর বাড়ি গিয়ে বন্ধুর মায়ের হাতে তৈরি মেথি পরোঠা এবং আলুর তরকারি খেয়েছে। দোকানে গিয়ে বন্ধুর সঙ্গে পিঙ্ক লেমেনড খেয়েছে। এইভাবে সে তাঁর দিন কাটিয়েছে।
ভিডিওটি পোস্ট করার সাথে সাথে ভাইরাল হয়ে যায়। নেটিজেন চরম নিন্দা করে ব্যাপারটির। এমনকি কমেন্ট বক্সে নেটিজেন জানিয়েছেন “জীবনে সবকিছু কনেন্ট নয়। তোমার লজ্জা হওয়া উচিত”। তুমুল ট্রোলড হওয়ার পর চ্যানেল থেকে ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে টুইটার জুড়ে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
i’m traumatised 🤢 pic.twitter.com/J1B3yluov2
— S 🇮🇳 (@dearchappal) December 14, 2022