‘এই আক্ষেপ নিয়ে মরে যেতে হবে একদিন’, আফসোস ‘১৩ পার্বণ’ সিরিয়ালের নায়িকা খেয়ালী দস্তিদারের

খেয়ালী দস্তিদার

বাংলা ইন্ডাস্ট্রির একজন খ্যাতনামা অভিনেত্রীদের মধ্যে একজন হলেন খেয়ালী দস্তিদার। এক সময় তিনি ছোটপর্দা থেকে বড়পর্দায় চুটিয়ে কাজ করেছেন।

‘১৩ পার্বণ’ ধারাবাহিকের হাত ধরে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেন। একসময় tv9bangla কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মনের কথা ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।

এই সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছিলেন, ‘ধারাবাহিকের জগতে তৈরি হওয়া তৃতীয় বাংলা সিরিয়াল হল ‘১৩ পার্বণ’। এই ধারাবাহিকের হাত ধরেই সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রাণী হালদারের মতো বহু তারকার জন্ম হয়। কিন্তু সেইসময় এই ধারাবাহিক দর্শকের ভালোবাসা পেয়েছে ঠিকিই কিন্তু আজকের মতো চ্যানেল, সংবাদ মাধ্যমে অভিনেতাদের  নিয়ে যেরকম উত্তেজনা আছে সেরকম আগে ছিল না। বরং আমাদের দ্বিতীয় সারির অভিনেতাই ভাবা হত”।

অভিনেত্রী বলেন, “তখন  অভিনেতা থেকে টেকনিশিয়ানদের মধ্যে যে বন্ধুত্ব ছিল, তা আজকে নেই। এখন যেন সবটা কাট-কাট। এটা ভালো না”।

অভিনয় জগতে সফল হওয়ার পরে তার জীবনে একটি আক্ষেপ রয়ে গেছে। নিজের আক্ষেপের কথা শেয়ার করে তিনি বলেন, “জীবনের খুব ইচ্ছা হোডিংয়ের মুখ হওয়ার। কিন্তু সারাজীবনে কখনো হোডিংয়ের হলাম মুখ হলাম না। তবে এখন আর সেই আশা নেই। এই আক্ষেপ নিয়ে মরে যেতে হবে একদিন।”