রবীন্দ্র সংগীত গানে মঞ্চ মাতালেন ‘খুদে কমরেড’ আরাত্রিকা, মুগ্ধ কুমার শানু

আরাত্রিকা

সারেগামাপা-র এবারের সিজনে অন্যতম চর্চিত প্রতিযোগী বাঁকুড়ার মেয়ে আরাত্রিকা সিনহা। নবম শ্রেণির এই ছাত্রীর গণসংগীত সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হওয়ার পাশাপাশি রবীন্দ্র সংগীতেও যথেষ্ট পারদর্শী আরাত্রিকা।

সারেগামাপা-র আসন্ন ভক্তিমূলক পর্বে তা আরও একবার প্রমাণ করে দিল আরাত্রিকা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সারেগামাপা-র নতুন প্রোমো। যেখানে ‘আনন্দলোকে, মঙ্গলালোকে’ গান গেয়েই কবি প্রণাম সারলেন আরাত্রিকা।

এপিসোডে বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন কুমার শানু। আরাত্রিকার গান শুনে মন্ত্রমুগ্ধ হয়ে ‘ফ্যানটাসটিক’ বলতে শোনা গেল কুমার শানুকে। জাভেদ আলি এবং জোজোর টিমের অন্যতম সদস্য হল আরাত্রিকা।

এর আগেও গ্র্য়ান্ড অডিশনে ‘কারার ওই লৌহ কপাট’ এবং ‘পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা’র মতো জনপ্রিয় গান গেয়ে মঞ্চ মাতিয়েছিল আরাত্রিকা।

আরাত্রিকা পাশাপাশি সারেগামাপা-র দুই খুদে প্রতিযোগী ঐশী ও সৃজিতাও বলিউডি ছবির গান রূপ সুহানা লাগতা হ্য়ায় গানের সাথে বাংলার মাটির গান কমলার সুর এর যুগলবন্দিতে মঞ্চ মাতাবেন সারেগামাপা-র আসন্ন পর্বে।