সিরিয়ালে আর অভিনয় করবেন না রত্না ঘোষাল! আরে আমরা কি গোরু, ছাগল? ক্ষোভপ্রকাশ বর্ষীয়ান অভিনেত্রী

রত্না ঘোষাল

অভিনেত্রী রত্না ঘোষাল বাংলা চলচ্চিত্র জগতের একজন দক্ষ অভিনেত্রী। ৭০ বছর ছুঁই ছুঁই, অভিনয় জগত থেকে কিছুটা দূরেই রয়েছেন তিনি। স্বর্ণযুগে  উত্তমের সঙ্গে কাজ করেছেন তিনি। খড়কুটো, ধুলোকণা-র মতো মেগা সিরিয়ালে মিলেছিল তার। কিন্তু আজ এই বর্ষীয়ান অভিনেত্রীকে আর পর্দায় দেখা যাচ্ছে না।

এই প্রসঙ্গে ইন্ডাস্ট্রির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী। সম্প্রতি ‘আম অর্পিতা’ নামের এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রী জানিয়েছেন, “ইন্ডাস্ট্রিতে আন্তরিকতার বড় অভাব। এখন স্টুডিওতে ঢুকলে কেউ কাউকে দেখে না। আমরা ফ্লোরে ঢুকলে ডিরেক্টরকে বলি গুড মর্নিং। সে আমার দিকে তাকিয়ে চলে গেল। একটা ভদ্রতা জানো না…. একজন শিল্পী গুড মর্নিং বলছে, তুমি সেটুকু বলতে জানো না? আমাদের কাছে ডিরেক্টর ছিল বড় ব্যাপার। তিনি ছিলেন ফ্লোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ছোটবেলা থেকে শিখেছি ফ্লোরে ঢুকে প্রথমে ডিরেক্টরকে ‘গুড মর্নিং’ বলতে হয়। তারপর টেকনিশিয়ানদের ‘গুড মর্নিং’ বলতে হয়।…. মেগা করা তো ছেড়েই দিয়েছি। ছবির কাজও যদি পছন্দ হয়, যদি সমস্ত কিছু সঠিক দেখি তবেই করব। সেই আন্তরিকতাটা পেলে তবেই করব’।

অভিনেত্রী আরও জানান, ‘আমাদের সময় সহকারী পরিচালক এসে স্ক্রিপ্ট পড়ে শোনাতেন, তারপর ফ্লোরে যেতাম, রিহার্সাল করতাম এবং শট দিতাম। আরে আমরা কি গোরু, ছাগল? যে শুধু পড়ব আর বলব?’