
প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষালের একটি ভিডিও আচমকাই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে দেখা যাচ্ছে শঙ্কর ঘোষাল দাবি করেন, “মস্ত টাকাপয়সা শেষ। ব্যাঙ্কে আর কিচ্ছু নেই। কী ভাবে দিন কাটছে আমিই জানি। ছেলে-বৌমা তাঁকে ঠিকমতো খেতে দেয় না। ফোনে ডাকলে সাড়াও পান না। নাতিকে নিয়ে খুব চিন্তিত থাকেন। ঠিকমতো স্কুলে যাচ্ছে কি না, ঠিকমতো বাড়ি ফিরছে কি না জানতে চাইলে কেউ খবর দেয় না।”
তার অভিযোগ তাকে ছেলে বউমা নির্যাতন করে। পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক নেই। তাকে ইন্ডাস্ট্রিতে কাজের জন্য আর ডাকা হয় না।
তবে এবার শঙ্কর ঘোষালের এই অভিযোগে এবার পাল্টা জবাব দিলেন বোন রত্না ঘোষাল। আনন্দ বাজার অনলাইনের কাছে অভিনেত্রী জানান, “শনিবার দাদা ভিডিয়োয় বলেছেন। রবিবার সকালে ফোন করেন। সঙ্গে সঙ্গে দাদাকে বলি, টাকা পাঠিয়ে দিচ্ছি। তুমি হোম ডেলিভারি করে খাবার আনানোর ব্যবস্থা করো। দাদা জানান ছেলে-বৌমা এখনও খেতে দিচ্ছেন তাঁকে।”
অভিনেত্রীর আরও দাবি, “আগে দাদার সঙ্গে তাঁর ছেলে-বৌমা থাকতেন। অনেক দিন ওঁদের বাড়ি যাই না। জানি না পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। কিন্তু দাদা যখনই টাকা চান, আমি কিন্তু সাধ্যমতো পাঠিয়ে দিই। দাদা তবু খুশি হন না!”
রত্না ঘোষাল আরও যোগ করেন, “দাদারও বুঝেশুনে চলা উচিত। টাকা, জমি-বাড়ি— সব ছিল। সে সব শেষ। একটু বুঝেশুনে ওঁকেও চলতে হবে। সত্যিই যদি কাজের ইচ্ছা থাকে তা হলে বাড়িতে বসে ভিডিয়োয় ক্ষোভ না জানিয়ে নিজেকে সুস্থ করে স্টুডিয়োপাড়ায় যাওয়া উচিত। আমারও এগুলো দেখলে মন খারাপ হয়ে যায়।”