
রবিবার রাত ৮ টা বেজে ৪০ মিনিটে বাঙুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। তার মৃত্যুতে শোকাহত টলি পাড়া। মন ভালো নেই অভিনেত্রী রত্না ঘোষালের। প্রয়াত অভিনেতার জীবনে রয়েছে গেল বড় দুঃখ। আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী ভাগ করে নিলেন সেই আফসোস।
কল্যাণ চট্টোপাধ্যায়কে নিয়ে অভিনেত্রী রত্না ঘোষাল বলেন, “দাদার সঙ্গে আমার প্রথম কাজ ‘এখানে পিঞ্জর’ ছবিতে। যাত্রিক গোষ্ঠীর পরিচালনায় ছবিতে আমি কল্যাণদার বোন। এই সম্পর্ক আজীবন ধরে রেখেছিলেন। আমার সঙ্গে দেখা হলেই সবার আগে পরিবার, সংসার, কাজের খবর নিতেন। শরীরের যত্ন নিচ্ছি কি না— বড় দাদার মতোই জানতে চাইতেন। এটা কল্যাণদা সকলের সঙ্গেই করতেন।”
জয়া বচ্চনের সঙ্গে পুণে ফিল্ম ইনস্টিটিউট থেকে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছেন অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। কিন্তু টলিউড দিতে পারল না সম্মান। দক্ষতা থাকা সত্ত্বেও ইন্ডাস্ট্রির কেউ তাকে প্রধান চরিত্রে ভাবতেই পারলো না।
রত্না ঘোষাল আক্ষেপ নিয়ে জানান, “আমাদের এখানে কোনও দিন প্রাতিষ্ঠানিক শংসাপত্রের মূল্যায়ন হয়েছে? শেষ দিন পর্যন্ত ‘পার্শ্বচরিত্র’ হয়েই থেকে গেলেন। পুণে থেকে ছবি নিয়ে এত পড়াশোনা মূল্যই পেল না! বড় বড় পরিচালকেরাও তাঁকে প্রধান চরিত্রে ভাবতে পারলেন না। এই দুঃখ কল্যাণদারও ছিল।”
