বছরের শুরুতেই টেলিপাড়ায় বিয়ের সানাই। মধুমিতা-দেবমাল্যর পর এবার বিয়ের তালিকায় রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেম চর্চা ইন্ডাস্ট্রিতে।
যদিও নিজেদের সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে আনেননি তারা। তবে জন্মদিনের পার্টি হোক অথবা কোনও অনুষ্ঠান, রণজয়কে সব সময় আগলে রাখতে দেখা গিয়েছে মনে মানুষ শ্যামৌপ্তি কে।
এবার একেবারে পাকাপাকি ভাবে নিজের সম্পর্কের ওপর শিলমোহর দিলেন তারকা জুটি। আগামী ১৫ ফেব্রুয়ারি দুই পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়বেন রণজয় ও শ্যামৌপ্তি। এই মুহূর্তে দুজনেই নিজেদের কাজকে দূরে রেখে জোরকদমে মেতে রয়েছেন বিয়ের প্রস্তুতিতে।
‘এই সময় অনলাইন’-এর তরফে যোগাযোগ করা হয়েছিল রণজয়ের সঙ্গে। বিয়ের খবরে সিলমোহর দিলেও দিনক্ষণ খোলসা করতে চাননি অভিনেতা। কাছের মানুষদের সঙ্গে নিয়েই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন রণজয়- শ্যামৌপ্তি।
‘গুড্ডি’ ধারাবাহিক থেকেই প্রেম শুরু হয়েছিল রণজয় ও শ্যামৌপ্তির। তাঁদের বয়সের পার্থক্য প্রায় চোদ্দো বছর। যা নিয়ে কম চর্চা হয়নি ইন্ডাস্ট্রির অন্দরে। যদিও সেসব তোয়াক্কা না করেই গাটছড়া বাঁধবেন এই জুটি।

