টেলি দুনিয়ার অতি পরিচিত মুখ অভিনেতা রণিতা দাস। ‘ধন্যি মেয়ে’ ধারাবাহিকের হাত ধরে পর্দায় অভিষেক ঘটলেও প্রত্যন্ত এক গ্রাম পলাশবণির ‘বাহা’র চরিত্রে পেয়েছিলেন খ্যাতি।
‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকে ‘বাহামণি’ চরিত্র অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিলেন। খুব অল্প সময়ের মধ্যে দর্শকের খুব প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছিলেন রণিতা দাস। তবে মাঝপথেই ধারাবাহিক ছেড়ে চলে যান তিনি। এরপর আর তাকে ছোটপর্দায় পাওয়া যায়নি। যদিও বড়পর্দায় কাজ করেন তিনি।
বহু বছর কেটে গেলেও আজও রণিতাকে ছোটপর্দার দর্শক ভীষণ পছন্দ করেন। তার ভক্তরা আজও আশায় রয়েছেন একদিন ঠিক তিনি ছোটপর্দায় ফিরবেন। আর ভক্তদের জন্য এবার সুখবর রয়েছে। বহু বছর পর ফের আরও একবার স্টার জলসার পর্দায় ফিরছেন ‘বাহামণি’ রণিতা দাস।
না, তবে কোনও বাংলা সিরিয়ালের নয়। বরং স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ডে দেখা যাবে তাকে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অভিনেত্রী। বহুবছর পর আরও একবার স্টার জলসা চ্যানেলে দেখা মিলবে তার।