রানীমার যাত্রা শেষ, মন খারাপ মিঠাইয়ের “উচ্ছেবাবু” আদৃত রায়ের

আদৃত

রানী রাসমণি ধারাবাহিকে রানীমা অর্থাৎ দিতিপ্রিয়া রায়ের যাত্রা শেষ। দীর্ঘ ৪ বছর ধরে রানী রাসমণির নিখুঁত অভিনয় দিয়ে দিতিপ্রিয়া মন জয় করেছিল বাংলা দর্শকের। দিতিপ্রিয়া ছাড়া এই ধারাবাহিক যেন অসম্ভব। তবে দীর্ঘ চার বছর পর এবার ধারাবাহিক থেকে বিদায় নিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

শনিবার শেষ শুটিং করলেন অভিনেত্রী। রানিমার মৃত্যুর পর্ব শুটিং করলেন ইউনিটের সকলে। তবে রানী রাসমণি ধারাবাহিকের গল্প এগাবে সারদা মা (সন্দীপ্তা সেন) এবং গদাধরকে নিয়ে। দক্ষিণেশ্বর মন্দিরের বাকি ইতিহাস দেখানো হবে। শুধু আর দেখা যাবে না সকলের প্রিয় রানীমাকে। শনিবার সকালে ইউনিটের সকলে চোখে জল নিয়ে ফেয়ারওয়েল দিলেন দিতিপ্রিয়াকে। চোখে জল ছিল স্বয়ং অভিনেত্রীও। শুটিং এর শেষ দিন বাংলা দর্শকের কাছে একটাই আবদার জানিয়েছেন দিতিপ্রিয়া। ধারাবাহিকের বাকি পর্বগুলি দেখার জন্য।

শুধু ইউনিট নয় গোটা টলিপাড়ার মন খারাপ রানিমার বিদায় পর্বে। এমনকি নস্টালজিক মিঠাইয়ের উচ্ছেবাবুও অর্থাৎ অভিনেতা আদৃত রায়ের। রবিবার সকালে মন খারাপের সাথে দিতিপ্রিয়ার সঙ্গে কিছু ছবি শেয়ার করে আদৃত ক্যাপশনে লেখেন, “বিগত ৪ বছর ধরে যারা করুণাময়ী রানী রাসমণি দেখছেন, তাদের প্রত্যেকের জন্য আবেগময় দিন। চলুন রানীমাকে অবশেষে বিদায় জানাই…দিতিপ্রিয়া রায় তোমার জন্য গর্বিত”।

আদৃতের এই পোস্টে দিতিপ্রিয়া মন্তব্য করেন,  “আপনাকে অনেক ধন্যবাদ বন্ধু। মানে অনেক 😇। শীঘ্রই দেখা হচ্ছে… ভালোবাসা”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here