বছর শেষে টেলিপাড়ায় শোকের ছায়া। চিরনিদ্রার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় টেলি তারকা কিংশুক গঙ্গোপাধ্যায়। দীর্ঘ দিন ধরেই মারণরোগ ক্যানসারের সঙ্গে জীবনযুদ্ধের লড়াই চলছিল তার। চিকিৎসা চললেও অবশেষে লড়াই থামল, ২২ শে ডিসেম্বর পথ চলা শেষ হল অভিনেতার।
দীর্ঘ ২৬ বছরের অভিনয় জীবনে একাধিক টেলিফিল্ম, মেগা সিরিয়ালে কাজ করেছেন অভিনেতা। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকের গোবিন্দ ‘সাত্রা’ চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন কিংশুক। এছারাও ‘আমার দুর্গা’,‘গুড্ডি’, ‘উমার সংসার’,‘দেবী চৌধুরাণী’র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করে গেছেন তিনি।
সম্প্রতি ‘রামপ্রসাদ’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় কামব্যাক করেছিলেন কিংশুক। শুধু অভিনয় নয়, নতুন কিছু করার চেষ্টা ছিল তার বরাবরই। অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজেও নিযুক্ত ছিলেন অভিনেতা। কিংশুকের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এল গোটা বিনোদন জগতে। শোক প্রকাশ করেছেন তার সহকর্মীরা।