অভিনয় জীবনের ৩ দশক পার। এই প্রথবার বড় জয় বাঙালি কন্যা তথা বলিউড অভিনেত্রী রানী মুখার্জির। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ (Mrs Chatterjee vs Norway) ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন অভিনেত্রী।
নিজের অভিনয়গুণে অনেক আগেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন নব্বইয়ের অন্যতম জনপ্রিয় এই নায়িকা।
শুক্রবার সন্ধ্যায় ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফলাফল ঘোষণা করা হয়। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য সেরা নির্বাচিত হয়েছেন রানী।
জি নিউজ ইন্ডিয়ার তরফ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী আবেগে আপ্লুত হয়ে জানান, “আমি অভিভূত। কাকতালীয়ভাবে, এটি আমার ৩০ বছরের কেরিয়ারে প্রথম জাতীয় পুরস্কার। একজন অভিনেত্রী হিসেবে, আমি আমার গোটা কেরিয়ারে অবিশ্বাস্য কিছু ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি এবং সেগুলোর জন্য অনেক ভালোবাসা পেয়েছি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে আমার কাজকে সম্মান জানানোর জন্য জাতীয় পুরস্কারের জুরিকে আমি ধন্যবাদ জানাই। আমি এই মুহূর্তটি ছবির পুরো দলের সঙ্গে ভাগ করে নিতে চাই—আমার প্রযোজক নিখিল আদবানী, মনীশা ও মধু, পরিচালক অসীমা ছিব্বর এবং এই বিশেষ ছবিতে কাজ করা প্রত্যেকের সঙ্গে, যা মাতৃত্বের অদম্য শক্তিকে উদযাপন করেছে। আমার কাছে এই পুরস্কারটি আমার ৩০ বছরের কাজের প্রতি গভীর নিষ্ঠা, অভিনয়ের প্রতি আমার আত্মিক সংযোগ এবং আমাদের এই সুন্দর চলচ্চিত্র শিল্পের প্রতি আমার ভালোবাসার এক দারুণ স্বীকৃতি। আমি এই জাতীয় পুরস্কার বিশ্বের সমস্ত অসাধারণ মায়েদের উৎসর্গ করছি। মায়ের ভালোবাসার মতো আর কিছু নেই, এবং তার সন্তানকে রক্ষা করার জন্য তার যে অদম্য শক্তি, তার তুলনা হয় না।”