বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অভিনেত্রী রানি মুখার্জি। জন্মসূত্রে বাঙালি হওয়ায় বাঙালি সংস্কৃতির প্রতি তাঁর একটি আলাদা টান রয়েছে। গতকাল ছিল বসন্ত পঞ্চমী, বাঙালিদের সরস্বতী পূজা। আর এই দিন অভিনেত্রীর একটি ছবি বেশ প্রশংসা পেয়েছে বাঙালিদের কাছে।
অনেকে সরস্বতী পূজার দিন রানি মুখার্জির এই ছবি দেখে বলছেন ‘মুম্বাইয়ে থাকলেও বাঙালি সংস্কৃতি ভোলেননি’। আসলে ছবিতে দেখা যায় সরস্বতী সামনে হলুদ শাড়ি পড়ে সন্তানদের কোলে নিয়ে ছবি তুলছেন অভিনেত্রী। রানি মুখার্জি এই ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে। তবে নেটিজেনদের প্রশ্ন ছিল “এই বাচ্চাগুলো তো রানির নয়, তাহলে কারা?”
আসলে এই ছবিটি অভিনেত্রীর নিজের জীবনের সঙ্গে জড়িত নয়। কারণ মুম্বাইয়ে অভিনেত্রী সরস্বতী পুজোও করেন না। আসলে এটি একটি ছবি পোস্টার। অভিনেত্রীর আসন্ন সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র একটি দৃশ্য। ছবিতে রানিকে একজন বাঙালি চরিত্রে দেখা যাবে। পাশাপাশি ছবিতে সরস্বতী পুজো করতেও দেখা যাবে। আর এই বাচ্চা দুটি তাঁর অনস্ক্রিন সন্তান।