চলতি সপ্তাহে টিআরপিতে সব উলট পালট। বাংলার টপার স্থান ধরে রাখল আজকের নায়ক পরশুরাম। তবে পাখির চোখ স্টার জলসার নতুন মেগা ‘রাণী ভবানী’। ওপেনিংয়েই চতুর্থ স্থানে জায়গা দখল নতুন মেগার।
অন্যদিকে টিআরপিতে রাঙ্গামতি। পরিণীতাকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এলো লীনা গাঙ্গুলির ধারাবাহিক চিরসখা। প্রতীক সেনের নতুন ধারাবাহিক ‘আমাদের দাদামনি’ ষষ্ঠ স্থানে উঠে এসেছে। অন্যদিকে গত সপ্তাহে অষ্টমে থাকা ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে।
চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে পরশুরাম, দ্বিতীয় স্থানে ফুলকি, তৃতীয় স্থানে জগদ্ধাত্রী ও চিরসখা এবং চতুর্থ আর পঞ্চম স্থানে রয়েছে রাণী ভবানী আর রাঙামতো ও পরিণীতা আর
প্রথম – পরশুরাম (৭.৫)
দ্বিতীয় – ফুলকি (৭.১)
তৃতীয় – জগদ্ধাত্রী । চিরসখা (৬.৮)
চতুর্থ – রাণী ভবানী (৬.৭)
পঞ্চম – রাঙামতি । পরিণীতা (৬.২)
ষষ্ঠ – আমাদের দাদামণি (৫.৮)
সপ্তম – চিরদিনই তুমি যে আমার । অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ(15 min) (৫.৭)
অষ্টম – কথা (৪.৯)
নবম – কোন গোপনে মন ভেসেছে । গৃহপ্রবেশ(15 min)+শুভ বিবাহ (৪.২)
দশম – তুই আমার হিরো (৩.৯)