বড় চমক! TRP-তে ছক্কা মারল ‘রানী ভবানি’, বিতর্কের মাঝেও এক লাফে নম্বর বাড়ল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের

TRP

চলতি সপ্তাহে বাংলা ধারাবাহিকের টিআরপিতে বড় চমক। সকলকে হারিয়ে চলতি সপ্তাহে বাংলার টপার রানী ভবানি। হ্যাঁ, পরশুরামকে পিছনে ফেলে ছক্কা হাঁকাল রানী ভবানি। অন্যদিকে তৃতীয়  স্থানে নেমে গেল তৃণা সাহা অভিনীত পরশুরাম।

তবে চোখ রাখতেই হয় জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের। জিতু আর দিতিপ্রিয়ার বিতর্কে আশা করা যাচ্ছিল টিআরপি প্রভাব পড়বে এমনকি অনেকেই ভেবেছিলেন এই সুযোগ লক্ষ্মী ঝাঁপি এগিয়ে থাকতে পারে কিন্তু নিন্দুকের মুখে ছাই ফেলে পর্দার রসায়নে কোনও প্রভাব পরেনি। বরং আগের সপ্তাহের তুলনায় অনেকটাই নম্বর বেড়েছে এই মেগার।

চলতি সপ্তাহে ৭.১ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে রানী ভবানি। ৬.৯ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে পরিণীতা, তৃতীয় স্থানে রয়েছে পরশুরাম, তার প্রাপ্ত নম্বর ৬.৮, চতুর্থ স্থানে রয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিক, নম্বর ৬.৭ এবং ৬.৪ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ফুলকি আর রাঙামতি ধারাবাহিক।

প্রথম – রাণী ভবানী (৭.১)

দ্বিতীয় – পরিণীতা (৬.৯)

তৃতীয় – পরশুরাম (৬.৮)

চতুর্থ – জগদ্ধাত্রী (৬.৭)

পঞ্চম – ফুলকি । রাঙামতি (৬.৪)

ষষ্ঠ – চিরদিনই তুমি যে আমার (৫.৭)

সপ্তম – অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ(15 min) (৫.১)

অষ্টম – আমাদের দাদামণি (৫.০)

নবম – কথা (৪.৭)

দশম – কুসুম (৪.২)