টেলিভিশনের পর্দায় পরিচিত মুখ অভিনেতা সায়ন বোস। সর্বশেষ তাকে ‘রাজরাজেশ্বরী রাণী ভবাণী’ ধারাবাহিকে ‘রামকান্ত’-এর ভূমিকায় দেখেছে দর্শক। অভিনেতা এবার বিয়ের পিঁড়িতে। এমনকি চুপিসাড়ে ৮ বছরের প্রেমিকার সঙ্গে সেরে ফেলেছেন আইনি বিয়েও।
টলিটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়ক জানান চলতি বছরেই তিনি আইনি বিয়ে সেরেছেন, সামনের বছর করবেন সামাজিক বিয়ে। সায়নের কথায়, ‘এবছর আমাদের আইনি বিয়ে হয়েছে। আগামী বছরে স্যোশাল স্ট্যাম্প দেওয়ার ইচ্ছে রয়েছে। সেটার প্রস্তুতি চলছে।’
‘রিনি যেহেতু বাইরে থাকে ৬-৭মাস অন্তর আসে। তাই ওঁর অনেক শপিং বাকি রয়েছে। আর আমি তো এখনও কিছু শুরুই করিনি। আপাতত ভেন্যু বুক করা হয়েছে। উপহার দেওয়া যে লিস্ট তা ধরে ধরে সব মায়ের সঙ্গে গিয়ে আমি কিনেছি।’
সায়ন আরও জানান, ‘স্কুলে আমরা একে অপরের সঙ্গে কোনও দিনও কথা বলিনি। তখন আমরা একই ইকোনোমিক্স ক্লাসে যেতাম। তবে তখন সেভাবে কথা হয়নি। তার দশ বছর পর আমি যখন ভাইজ্যাককে চাকরি করছি, ও তখন আমেরিকায়। তখন স্যোশাল মিডিয়ায় মাধ্যমে যোগাযোগ হয় আবার। ও আমার সঙ্গে আগে কথা বলে। আমি সচরাচর কাউকে রিপ্লাই করি না। তবে ওঁর ক্ষেত্রে করি।’

