
অভিনয় যাত্রার শুরু বড় পর্দায়। তার পর একের পর এক ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন রাজনন্দিনী পাল। নৃত্যশিল্পী থেকে অভিনেত্রী হিসেবে টেলিভিশন এবং সিনেমা জগতে আলাদা করে নিজের পরিচিতি গড়েছেন ছোটপর্দার ‘রানী ভবাণী’। এই মুহূর্তে তাকে স্টার জলসার পর্দায় রানী মায়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি।
অভিনেত্রীর পাশাপাশি তার আরও একটি পরিচয় হল নৃত্যশিল্পী ও অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত’র একমাত্র কন্যা রাজনন্দিনী। তবে পর্দায় মায়ের পরিচয়ে নয়, নিজেই নিজের পরিচয় গড়ে তুলতে চান রাজনন্দিনী। তবে মায়ের স্বপ্ন পূরণ করেছেন অভিনেত্রী। মায়ের দেখানো রাস্তাতেই নিজের পরিচয় গড়তে চায় সে।
মায়ের ইচ্ছাতে এবং নিজের ভালোবাসা থেকেই মায়ের থেকে নাচও শেখেন রাজনন্দিনী। ইংরেজি সাহিত্যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পাশাপাশি, তার নৃত্যচর্চা এবং পারফর্মিং আর্টসের প্রতি ভালবাসাই যেন ভবিষ্যতের অভিনয় জীবনের ভিত তৈরি করে দেয়।