লাল বেনাসরী, মাথায় মুকুট, সিঁথি ভর্তি সিঁদুর! নতুন কনের বেশে নজর কাড়লেন ‘রাঙামতী’

রাঙামতী

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ মনীষা মন্ডল। এই মুহূর্তে যাকে দর্শক ‘রাঙামতী’ হিসাবেই বেশি চেনে। গল্পে তীরন্দাজীর ম্যাজিক আর অভিনয়ের গুণে সকলের মনে জায়গা করেছেন মনীষা। এবার অভিনেত্রীর নতুন লুকে অবাক নেটিজেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি পোস্ট করেন মনীষা।

একেবারে বিয়ের সাজে ধরা দিলেন অভিনেত্রী। তবে কী সাতপাকে বাঁধা পড়লেন রাঙামতী? টুকটুকে লাল বেনাসরী, মাথায় মুকুট, সিঁথি ভর্তি সিঁদুর, গলায় নেকলেসে নতুন কনের সাজে ধরা দিয়েছেন নায়িকা। কেন এমন পোস্ট করলেন তিনি? চুপিচুপি বিয়ের সারলেন মনীষা?

বিষয়টা আসলে একটা ফটো শ্যুটের জন্যই এমন সেজে ছিলেন মনীষা। রূপসজ্জা শিল্পী রূপ চট্টপাধ্যায় অভিনেত্রীকে দিয়েছেন এই লুক। মিষ্টি কনের বেশে দারুণ মানিয়েছে মনীষাকে। অভিনেত্রীর ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ভালোবাসায় ভরে দিয়েছেন।