‘শ্বেতা পাক্কা স্ত্রী, পুরো ম্যারেজ মেটিরিয়াল’, অনস্ক্রিন বউ শ্বেতার প্রশংসায় পঞ্চমুখ রণজয়

রণজয়

১৯ শে জানুয়ারি শ্বেতা আর রুবেলের বিয়ে। পর্দায় অনিকেতের সাথে বিয়ে করলেও বাস্তবে শ্বেতার মনের মানুষ রুবেল। বহুদিনের প্রেম তাদের। অবশেষে দুজনে সাত পাঁকে বাধা পড়ছেন। সামনেই শ্বেতার বিয়ে। কি বলছেন তার অনস্ক্রিন বর অনিকেত থুড়ি রণজয়।

হিন্দুস্তান টাইমস বাংলাকে রণজয় জানান, ‘এসেই তো গেল। আমার একটা শিবের বিয়ে নাচ খুব ভাইরাল হয়েছিল। ঠিক করেছি, ‘আজ শ্বেতার বিয়ে রে, টোপর মাথায় দিয়া রে-আমি এই গানে নাচব।’

শ্বেতার প্রশংসায় পঞ্চমুখ রণজয়। অভিনেতা জানান, ‘ওরা দারুণ কপল। ওরা খুব ভালো থাকুক। শ্বেতাকে আমরা তো ফ্লোরে দেখি। শ্বেতা পাক্কা স্ত্রী, পুরো ম্যারেজ মেটিরিয়াল। ওর সম্পর্কে তিনটে অপশন দিতে বললে, সবকটাতেই আমি ওয়াইফ বাছাব। ও শ্যুটিংটা করে আর রুবেলকে নিয়ে থাকে। এই কাট , এই রুবেল। সেটা সেটে সবাই দেখতে পায়’।

রণজয় হিন্দুস্তান টাইমস বাংলাকে আরও জানান, ‘শ্বেতা আমার চেয়ে বয়সে ২-৩ বছরের ছোট, তবে কেরিয়ার শুরু করেছি একসঙ্গে। বহু বছরের বন্ধুত্ব আমাদের। সেই জলসায় ২০০৮-০৯ সালের কথা। ওর জন্য আমি সত্যি খুব খুব খুশি’।

সুত্রঃ bangla . hindustantimes . com