বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সৌরভ সাহা। যিনি এই মুহূর্তে “করুণাময়ী রানি রাসমণি” ধারাবাহিকে রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করছেন। রামকৃষ্ণ দেবের অভিনয় করা মুখের কথা নয় কিন্তু পর্দায় এই চরিত্রটি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন সৌরভ। তার অভিনয় প্রশংসিত দর্শক মহলে। বলাই বাহুল্য তিনি একজন বড় মাপের অভিনেতা।
দর্শকের এত ভালোবাসা পেয়ে ধন্য অভিনেতা। রামকৃষ্ণ দেবের চরিত্রে অভিনয় প্রসঙ্গে এবার নিজের মতামত প্রকাশ করলেন অভিনেতা সৌরভ সাহা। তিনি জানায়, “পর্দায় শ্রীরামকৃষ্ণের চরিত্রে মানুষ আমায় এত ভালোবাসা জানাচ্ছে, রোজ ভাষাহীন আবেগের স্পর্শ তার জন্য অনেক বেশি কৃতজ্ঞ ঠাকুরের কাছে”।
এত বছরের টানা জার্নির কথা বলতে গিয়ে সৌরভ বলেন, “ধারাবাহিকের মূল চারটি চরিত্র হিসেবে রানি, রাজ চন্দ্র, মথুর ও শ্রীরামকৃষ্ণ। তার মধ্যে গল্প শুরু হওয়ার আগে প্রথম সিলেক্ট করা হয় আমাকে। এটা যে আমার কাছে কত বড় পাওনা তা কেবল আমিই জানি”।
অভিনেতার কথায়, ” রামকৃষ্ণ মিশনে পড়ার সুবাদে ঠাকুর ও তাঁর এই জীবন দর্শনের সঙ্গে হাতেখড়ি হয়েছিল ছোটবেলাতেই। ৫ বছর ধরে এই চরিত্রটি নিজের মধ্যে লালন করছি। ঠাকুরের ওই জীবন দর্শন নিয়ে নিয়মিত পড়াশোনা করার সময় উপলব্ধি করেছি, ‘আমার চোখে রামকৃষ্ণদেব কোনও বিজ্ঞানীর থেকে কম নন, যিনি সব দেখে সব জেনে তবেই পথ খুলে নেন নিজের মনে”।
“ছোটবেলাতে বাড়িতেও জীবন দর্শন দেখে বড়ো হয়েছি। তাই ওটা আমার কাছে রোজনামচার মতোই, কেউ শিখিয়ে দেয়নি। এই অভ্যাস আমার পড়াশুনোর জীবন থেকেই তৈরি হয়েছে আর যা আমৃত্যু আমার সঙ্গে রয়ে যাবে”।
সূত্রঃ bongtrend . com/ramkrishna-actor-sourav-saha-said-ramkrishna-is-a-scientist-for-him-anm/