চুপিসারে প্রেম করছেন ‘পরিণীতা’ ধারাবাহিকের রাকা ওরফে শৈলী ভট্টাচার্য, প্রেমিক কে?

শৈলী ভট্টাচার্য

বর্তমান সময়ের ধারাবাহিক গুলোতে মুখ্য চরিত্রে অভিনয় ছাড়াও পার্শ্বচরিত্রে অভিনয় করেও ধারাবাহিকের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন তারা। তেমনই একটা চরিত্র হল ‘পরিণীতা’ ধারাবাহিকে রায়ানের বোন রাকা ওরফে শৈলী ভট্টাচার্য।

টলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, অভিনয় জীবনের মতই ব্যক্তিগত জীবনেও অভিনেত্রী সিঙ্গেল নন। রয়েছে তার মনের মানুষ। তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী,শৈলীর মনের মানুষ বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন।

বেশকিছু দিন আগেই দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে রচনা ব্যানার্জিকে শৈলী তার মনের মানুষের কথা বলে। সেখান থেকেই জানা যায়, তার নাম প্রদ্যুম্ন মুখার্জি। অনেক বছর তাদের মধ্যে সম্পর্ক থাকলেও সোশ্যাল মিডিয়ায় খুব একটা ছবি পোস্ট করতে দেখা যায় না তাদের।

কিন্তু ব্যস্ততার ফাঁকেও একে অপরকে সময় দিতে ভোলেন না এই জুটি। দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে শৈলীর মনের মানুষের কথা জানতে পেরে কবে সে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে এই নিয়ে কৌতূহল জেগেছে দর্শকমহলে।