‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ১০ বছর পর দেব শুভশ্রী কাছাকাছি আসাতে সেই নিয়ে তোলপাড় হয় স্যোশাল মিডিয়া। তার মধ্যেই রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র একটি ফেসবুক পোস্ট করেন।
রাজের উদ্দেশ্যে শতাব্দী পোস্টে লিখেছিলেন, ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা— আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।
শতাব্দীর এই পোস্টের এবার পালটা জবাব দিলেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবশ্রী বলেন, ‘বুকের বাঁ দিকটা ওঁর চিনচিন, ঝিনঝিন কোনওটাই করেনি। ওঁর নাম রাজ চক্রবর্তী। তিনি শুধু সফল পরিচালক, প্রযোজক বা বিধায়ক নন, সফল স্বামী এবং বাবাও।’
‘ভুলে যাবেন না, দেব-শুভশ্রী দু’জনেই পেশাদার। ওঁরা কাজ করে নিজের বাড়ি ফেরে। আমার বোন কারও বৌ। দুই সন্তানের মা। দেব তেমনই কারও সন্তান। কারও প্রেমিক। আজ এই বয়সে এসে ওরা দু’জনেই জানে, কোথায় সীমা টানতে হয়। তাই রাজের বুকে চিনচিনে ব্যথা হয় না। বরং গর্বে ফুলে ওঠে।’
‘শুধুই নিজের নির্বাচনী এলাকার মানুষদের নয়, নিজের পরিবারেরও যত্ন নিতে জানেন। রাজ চেনেন তাঁর অভিনেত্রী স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। রাজই ওঁর বৌয়ের সব চেয়ে বড় সমর্থক, উৎসাহদাতা, চিয়ার লিডার।’