পুজো বাঙালিদের আনন্দের উৎসব হতে পারে কিন্তু সকলের জন্য নয়। একদল মানুষ যখন পুজোর শপিংয়ে মত্ত ঠিক অন্যদিকে একশ্রেণীর মানুষ সংসার চালানোর চিন্তা। ঠিক তেমনি দৃশ্য ফুটে উঠছে ধূপগুড়ির ৯ নম্বর ওয়ার্ডের এক পরিবারে।
চতুর্থ শ্রেণির রাজদীপের পুজোয় নতুন জামা পড়ার ইচ্ছা কিন্তু বাবার সামর্থ্য নেই ছেলেকে জামা কিনে দেওয়ার। তাই ছোট বয়সেই ফুটপাতে শাক বিক্রি করে নতুন জামা কেনার কথা ভেবেছে রাজদীপ।
রাজদীপের বাবা সঞ্জয় তরফদার ফুটপাতে চা বিক্রি করে সংসার চালায়। অভাবে সংসার তার, বড় ছেলে সন্দীপ ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনো করছে আর ছোট ছেলে রাজদীপ চতুর্থ শ্রেণি ছাত্র। কিন্তু সংসারে বড়ই অভাব তাই পুজোয় ছেলেদের জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই।
স্কুল বন্ধ থাকায় বড় ছেলে তার বাবার সঙ্গে চায়ের দোকানের কাজ করে। আর বাবার দোকানের সামনেই ফুটপাতে শাক বিক্রি করছেন ছোট ছেলে রাজদীপ।
রাজদীপ জানায়, “‘এখনও নতুন জামা কিনে দেয়নি বাবা। স্কুল বন্ধ, তাই স্কুল থেকেও এবছর জামা পায়নি। তাই শাক বিক্রি করছি। এই টাকা দিয়ে জামা কিনব”।